Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাত হত্যার বিচার চেয়ে যুক্তরাজ্যে প্রতিবাদ সভা-বিক্ষোভ


১৩ এপ্রিল ২০১৯ ০৪:৩১ | আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ০৪:৩৩

ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন ইংল্যান্ড শাখা। শুক্রবার (১২ এপ্রিল) লন্ডনের শহীদ আলতাফ আলী পার্কে স্থানীয় সময় সাড়ে ৬টায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভা ও বিক্ষোভে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন ইংল্যান্ড শাখার সভাপতি রুবি হক এবং যুগ্ম সম্পাদক কাজী নাসিমা।

বিজ্ঞাপন

প্রতিবাদ সভায় উপস্থিত সবাই নুসরাত হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। বক্তারা বলেন, ‘আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা কোনো সভ্য সমাজে কল্পনা করা যেতে পারে না। নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে সচেতন হয়ে উঠতে হবে।’

এসময় বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। সভায় উপস্থিত ছিলেন- হাসনা মতিন, মেহের নিগার চৌধুরী, ইঞ্জিনিয়ার মেফতা ইসলাম, আহাদ চৌধুরীসহ অন্যরা।

সারাবাংলা/এসবি/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর