Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুদের নিয়ে আনন্দে মাতলো পিপলঅ্যান্ডটেক


৬ ডিসেম্বর ২০১৭ ১৮:০৬

পিপলঅ্যান্ডটেক’র উদ্যোগে ইউভিভার্সাল চিলড্রেন্স ডে উদযাপন

শিশুদের মাঝে উদ্দীপনা বাড়ানোই ছিলো লক্ষ্য। গত ২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় পিপলএনটেক ইউনিভার্সাল চিলড্রেন্স ডে ২০১৭ উপলক্ষ্যে আয়োজন করে মনোজ্ঞ অনুষ্ঠানের।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিশুদের সাথে স্বনামধন্য ব্যাক্তিত্বরাও অংশ নেন। শিশুদের জন্য বিভিন্ন ধরণের বিনোদনধর্মী কর্মসূচি নেওয়া হয়।

পাশাপাশি আয়োজন করা হয় বিভিন্ন ধরণের প্রতিযোগিতা। আর সবশেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া নানা উপহার সামগ্রী।

অনুষ্ঠানে শিশুরা উপস্থিতির চিহ্ন রেখে যেতে নিজ নিজ হাতের ছাপ দেয় একটি সাদা ক্যানভাসে। আয়োজকরা বলেন, শিশুদের সৃজনশীল উপস্থিতি নিশ্চিত করাই ছিলো তাদের লক্ষ্য।

অনুষ্ঠানে পিপলএনটেক ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন চেয়ারপার্সন ফারহানা হানিপ।

বক্তব্যে তিনি নারী ও শিশুদের নিয়ে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকাণ্ডে পিপল অ্যান্ড টেক’র উদ্যোগের কথা জানান।
আরো বক্তব্য রাখেন পিপল এন্ড টেক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আবু বকর হানিপ। তিনি নারীদের স্বনির্ভর হয়ে উঠতে তার প্রতিষ্ঠান কিভাবে সহায়তা করতে পারে তা জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকা বাঙ্গলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার। বক্তব্যে শিশুদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের পিছনে সামাজিক ও পারিবারিক কার্যকলাপের গুরুত্ব তুলে ধরেন। রোকেয়া হায়দার অনুষ্ঠান টি আয়োজন করার জন্য পিপলএনটেক ফাউন্ডেশন এর সদস্যদের আন্তরিক অভিবাধন জানান।

ভয়েস অব আমেরিকার সাংবাদিক আনিস আহমেদ শিশুদের মানসিক বিকাশে, পরিবার তথা সমাজের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন । ভয়েস অফ আমেরিকা আরেক সাংবাদিক তাহেরা কিবরিয়া বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বাবা মায়ের সচেতনার গুরুত্ব তুলে ধরেন। শিশুরা যেন পুরো দমে তথ্য প্রযুক্তি গ্যাজেট নির্ভর না হয়ে যায় তার জন্য বাবা মা ও সন্তানদের অন্তরঙ্গ সম্পর্কের প্ৰয়োজনীয়তার কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

কমিউনিটি একটিভিস্ট ফারজানা ক্লারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । তিনি আগামী দিনের বিশ্ব গড়ায় শিশুদের সাবলীলভাবে বেড়ে উঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

কমিউনিটির প্রিয় মুখ ডক্টর ফাইজুল ইসলাম শিশুদের আত্মবিশ্বাস জোগাতে এই ধরণের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রিয়বাংলা সংগঠনের পরিচালক প্রিয়লাল কর্মকার পিপলএনটেক এর এই ধরণের উদ্যোগের প্রশংসা করেন। তিনি তার বক্তব্যে আরো বলেন পিপলএনটেক এ বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীরা পরবর্তীতে শিশুদের বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কার্জক্রমে এগিয়ে আসবে।

বক্তা তারেক মেহেদী শিশুদের পারিবারিক পরিবেশ কিভাবে তার ব্যাক্তিত্বে প্রভাব ফেলে তা তুলে ধরেন।
টেকনাফ এল এল সি এর প্রেসিডেন্ট ফয়সাল কাদেরও এতে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পিপলএনটেক ফাউন্ডেশন, BAGWDC, AGAMI, BEST, BANGLA SCHOOL. PRIYO BANGLA and BAAI, এর সংঘটক ও সদস্য শিশুদের উন্নয়নে সক্রিয় থাকার জন্য আন্তরিক অভিনন্দন জানান ।

এছাড়া ও পিপলএনটেক ফাউন্ডেশন নারী ও শিশুদের জন্য আন্তর্জাতিকভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিশু ও তাদের অবিভাবকরা এই বর্ণিল আয়োজন উপভোগ করেন।
সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর