Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাকির খানের মৃত্যুবার্ষিকী আজ, মিলাদ মাহফিলের আয়োজন


২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৩১ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউইয়র্ক থেকে

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ জাকির খানের মৃত্যুর এক বছর পূর্ণ হল আজ (২২ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে নিউইয়র্কের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার বাদ মাগরিব ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জাকির খানের পরিবারের পক্ষ থেকে তাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, গুণীজন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে।

২০১৭ সালের ২২ ফেব্রুযারি জাকির খানকে (৪৪) নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের থ্রগসনেক এলাকায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

ঘটনার দিন জাকির খানের বাড়ির মালিক মিসরীয় বংশোদ্ভূত তাহার মাহরানকে (৫১) আটক করে পুলিশ। সে সময় ঘটনাটি কমিউনিটির মিধ্যে ব্যাপক সাড়া ফেলে। হত্যার বিচার দাবিতে প্রতিবাদমুখর হয়ে উঠে কমিউনিটির লোকজন। মামলাটি বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন

জাকির খানের  বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে।  তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। তাঁর স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

সারাবাংলা/আইএ

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস সহনীয়
৫ জুলাই ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর