Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউ ইয়র্কে প্রবাসী নৃত্যশিল্পী নারমিনের মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৩ ১১:৫০ | আপডেট: ১১ মার্চ ২০২৩ ১১:৫২

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিজ বাড়িতে প্রবাসী নৃত্যশিল্পী শাহনাজ রহমান নারমিনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় নিজ ঘরে নৃত্যশিল্পী নারমিনের (৩৪) মৃতদেহ দেখতে পেয়ে তার ভাই প্রতিবেশিদের খবর দেয়।

নারমিনের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। জ্যামাইকা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

নারমিনের মা কণ্ঠশিল্পী ও সংস্কৃতিকর্মী ডা. নার্গিস রহমান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। ডা. নার্গিস দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের দিনাজপুর জেলা সমিতির সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সমিতির অনেকের সঙ্গে যোগাগোগ করা হলে কেউই নারমিনের আকস্মিক মৃত্যুর সঠিক কারন জানাতে পারেনি। খবর: বাংলা প্রেসের।

শাহনাজ রহমান নারমিনের পারিবারিক সূত্র জানিয়েছে, কয়েক মাস আগে থেকেই নারমিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত বছর ২০২২ সালে তিনি করোনায় আক্রান্ত হন। একটু সুস্থ হলেও পরবর্তীতে জন্ডিসে আক্রান্ত হয়ে পড়ে। নারমিন নিজেই হাসপাতালে নার্সিংয়ের কাজ করতেন। অসুস্থতার পর নিয়মিত কাজে যেতে পারতেন না। ধারণা করা হচ্ছে ঘুমের ঘোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

নারমিনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সারাবাংলা/এমও

নিউ ইয়র্ক নৃত্যশিল্পী মৃতদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর