Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্কটের মন খুব ভালো থাকবে আর সিংহ ভুগবেন দ্বিধায়…


২৭ ডিসেম্বর ২০১৭ ১৮:২৩ | আপডেট: ২৯ মে ২০২০ ১৮:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
কর্মক্ষেত্রে থেকে থেকে বাধা পাবেন। তাছাড়া ব্যয়ও বেড়ে যেতে পারে। প্রেমেও কিন্তু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীদের মনে দ্বিধা আসতে পারে। নেতিবাচক পরিস্থিতি আসলেও ভেঙে না পড়ে মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিতে চেষ্টা করুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আজ তো বৃষের জন্য ইতিবাচক একটি দিন। ব্যবসায় আয় বাড়ার পাশাপাশি নেতৃত্বে সাফল্য আসবে। কর্মক্ষেত্রেও সবাই আপনার কাজের ইতিবাচক মূল্যায়ন করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্সের জন্য একদম উপযুক্ত শীতের এই শান্ত দিনটি।

মিথুন: (২২ মে – ২১ জুন)
কর্মক্ষেত্রে সহসী হোন, এত ভয় পেলে কিছুই অর্জন করতে পারবেননা কিন্তু। আপনি তো জানেনই আমরা যা ভাবি তা সবসময় ঠিক হয়না। আজ বাস্তবতার সঙ্গে আপনার চিন্তা নাও মিললে তাই হতাশ হবেননা। সঙ্গীর উপর কোন কারনে রাগ হলে তা দমন করুন। দিনের শেষে সেই আপনার পাশে দাঁড়াবে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।

বিজ্ঞাপন

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
মন খুব ভালো থাকবে আপনার তাই সব কিছুই সুন্দর লাগবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে ইতিবাচক সাহায্য পাবেন। যে প্রেম ঝুলে আছে আজ অন্যের সহযোগীতায় সেই প্রেমের পরিণতি আসলেও আসতে পারে। আশাবাদ ছাড়বেনে কে বলুন। আজ কিন্তু পড়াশোনার জন্য দিনটি খুবই শুভ, যা পড়বেন তাই মনে থাকবে।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজ সারাদিন কষ্টে কাটতে পারে আজ আপনার। কর্মক্ষেত্রেও কাজের চাপ বাড়বে। নেতিবাচক কথা শুনে মন খারাপ করবেননা। আজ কিন্তু হঠাৎ হাতে কিছু টাকা চলে আসতে পারে। সাবধান থাকুন কারণ সহপাঠি কেউ আজ আপনার পড়ালেখায় বাধা সৃষ্টি করতে পারে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
এত দ্বিধায় ভোগেন কেন আপনি? নিজের চিন্তাকে প্রাধান্য দিন। সহকর্মীদের সঙ্গে চিন্তার বিরোধ দেখা দিতে পারে। তবে নিজের চিন্তায় স্থির থাকুন। প্রেমিক হৃদয় নানা ঝামেলায় থাকবে। সময় নিন নিজেকে স্থির করতে। শিক্ষার্থীদের পড়ালেখায় মন বসাতে কষ্ট হবে, তাই পড়তে বসার আগে নিজের ভালো লাগে এমন কিছু করুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যবসায়ী তুলার আজ অর্থযোগ শুভ অর্থাৎ আয় বাড়বে। এদিকে ভ্রমণ যোগও শুভ। তাই বুঝেশুনে খরচ করুন। শিক্ষকতা পেশায় আছেন যারা তাদের সম্মান বাড়বে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
যা দেখেন তাইই কিনতে ইচ্ছা করে। এভাবে কীভাবে হবে বলেন। মাস তো প্রায় শেষ, ব্যয় কমান বৃশ্চিক। নানা বাধায় কর্মক্ষেত্রে থেমে যেতে পারেন তাই সতর্ক থাকুন। নিজের ওপর আস্থা রাখতে ভুলবেননা। সাংসারিক জীবনে মতবিরোধ দেখা দিতে পারে। ঘর সামলান।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ হতে পারে। তবে আপনার নেতৃত্বের সুনাম করবে সবাই। পড়ালেখা ভালো হবে।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আজ মানসিক অশান্তি দেখা দেওয়ার সম্ভাবনা আছে প্রিয় মকর। আবার শত্রুতাও বাড়তে পারে। ইতিবাচক থাকুন আর ঈশ্বরে বিশ্বাস রাখুন। প্রেমে বিরোধ আসলে নিজের মত চাপাতে চেষ্টা না করে সঙ্গীর কথাও শুনুন মনযোগ দিয়ে। শিক্ষার্থীরা সাফল্য পাবেন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সারাদিন মতোবিরোধে কাটবে তবে গভীর মনোযোগী হলে সাফল্য আসবে। প্রেমের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রিয় মীন, আজ কর্মক্ষেত্রে বেশ নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। পথেঘাটে সাবধানে চলুন কারণ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এটি/আরএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর