Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওদেরও শীত লাগে…


২২ ডিসেম্বর ২০১৭ ১৯:৫১ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ১৯:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইফস্টাইল ডেস্ক

হিম হিম শীতে কাঁথা কম্বল মুড়ি দিয়ে খুব তো আরাম উপভোগ করছি। কিন্তু একবারও কী ভেবেছি আমাদের মতো পশু পাখিদেরও শীত লাগে। আমাদের অনেকের বাড়িতেই হয়ত একটা বা দুটো কুকুর কিংবা বেড়াল আছে। তাদের যত্নে অনেক কিছুই করি আমরা কিন্তু শীতের দিনে তাদেরকে গরম কাপড় পরানোর কথাও আমাদের মাথায় রাখতে হবে। এক্ষেত্রে বাড়িতে থাকা বাচ্চাদের গেঞ্জি বা শীতের কাপড় ব্যবহার করা যায়। তাছাড়া বেড়াল বা কুকুরের জন্য বিশেষ ধরণের শীতের কাপড় তো কিনতেই পারেন।

 

সারাবাংলা/আরএফ

বেড়াল কুকুরের শীত পোশাক শীত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর