বর্ষার ফোঁটা গায়ে মেখে সমুদ্র যেন নতুন রূপে সেজে ওঠে। ঢেউয়ের গর্জন আর আকাশজুড়ে ধূসর মেঘের খেলা— এমন দৃশ্য মন কে না ছুঁয়ে যায়? ব্যস্ত নগর জীবনের ক্লান্তি ভুলে মনকে প্রফুল্ল করতে এই মৌসুমে কক্সবাজার হতে পারে আপনার সেরা গন্তব্য।
বর্ষার কক্সবাজারের বিশেষত্ব হলো তার শান্ত অথচ রহস্যময় পরিবেশ। এ সময় পর্যটক তুলনামূলক কম থাকায় সমুদ্র সৈকতের বিস্তীর্ণ বালুচরে হাঁটার আনন্দ বেড়ে যায়। হিমছড়ির ঝরনা, ইনানির পাথুরে সৈকত কিংবা লাবন্য বিচে হেটে বেড়ানো সবই যেন ভিন্ন এক জগতে নিয়ে যায়।
বর্ষার বৃষ্টিতে ভিজে সমুদ্রের নোনাজল যখন আছড়ে পড়ে তটে, তখন তৈরি হয় এক অনন্য সিম্ফনি। সেই সুরে মিলেমিশে যায় আকাশের মেঘ, পাহাড়ের সবুজ আর ঢেউয়ের অন্তহীন ডাক। শহরের ধুলো-ধোঁয়া আর চাপ থেকে মুক্তি পেতে কয়েক দিনের জন্য ছুটি কাটিয়ে আসা এখানে যেন এক ধরণের মানসিক থেরাপি।
তবে বর্ষায় ভ্রমণে গেলে কিছু সতর্কতা মেনে চলা জরুরি। ঢেউ এ সময় বেশ উত্তাল থাকে, তাই সাঁতারের সময় সাবধানতা অবলম্বন করা উচিত। সঠিক হোটেল বুকিং, প্রয়োজনীয় ওষুধ, এবং রেইনকোট-ছাতা সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ।
বর্ষা মানেই শুধু বৃষ্টি নয়—বরং প্রকৃতির সঙ্গে গভীর সংলাপের সময়। কক্সবাজারের বৃষ্টি-ভেজা সমুদ্র আপনার মনকে শুধু সতেজই করবে না, বরং নতুন উদ্যমে ভরিয়ে তুলবে জীবনের প্রতি ভালোবাসা।