Saturday 23 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কফি — শুধু এনার্জি নয়, সৌন্দর্যেরও যত্নে

সানজিদা যুথী
২৩ আগস্ট ২০২৫ ১৮:২৮ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ১৮:২৯

সকালের শুরুটা অনেকেই কফির কাপ দিয়ে করেন। এটি শুধু আমাদের মনকে চাঙা করে আর শরীরকে সতেজ রাখে না, বরং আমাদের সৌন্দর্যের জন্যও কাজ করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন— কফি আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে!

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়

কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের মলিনতা দূর করে, ফলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও প্রাণবন্ত।

প্রাকৃতিক স্ক্রাব

কফি গুঁড়ো ব্যবহার করে সহজেই ঘরে বসে তৈরি করা যায় প্রাকৃতিক স্ক্রাব। এটি ত্বকের মৃত কোষ দূর করে, ত্বককে করে নরম ও মসৃণ।

ডার্ক সার্কেল কমায়

চোখের নিচের কালচে দাগ বা ফোলাভাব দূর করতেও কফি বেশ কার্যকর। নিয়মিত ব্যবহার করলে চোখের চারপাশে আনে সতেজতা।

বিজ্ঞাপন

রক্ত সঞ্চালন বাড়ায়

কফি দিয়ে ম্যাসাজ করলে ত্বকের রক্ত সঞ্চালন ভালো হয়, ফলে ত্বকে আসে স্বাভাবিক জেল্লা।

অ্যান্টি-এজিং সঙ্গী

কফিতে থাকা উপাদান সূক্ষ্ম রেখা ও বয়সের ছাপ কমাতেও সহায়তা করে, তাই এটি প্রাকৃতিক অ্যান্টি-এজিং কেয়ারের অংশ হতে পারে।

তাহলে বোঝাই যাচ্ছে, কফি শুধু আপনার সকালকে সতেজ করে না, বরং আপনার ত্বক ও সৌন্দর্যেরও যত্ন নেয়। তাই এক কাপ কফি উপভোগ করার পাশাপাশি, ঘরে বসেই কফি দিয়ে শুরু করুন রূপচর্চার সহজ যত্ন।

সারাবাংলা/এসজে/এএসজি

এনার্জি কফি সৌন্দর্য