ভাবুন তো, একটা জমকালো ডিজাইনের পোশাক, যা তৈরি করা হয়নি কোনো দামি কাপড় বা দামী স্টোন দিয়ে- বরং তা তৈরী হয়েছে কচু পাতা, কলার পাতা, বা কোনো গাছের ফল আর রঙিন ফুল দিয়েই!
হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। এটি কোনো ফ্যাশন হাউসের অভিনব কল্পনা নয়, প্রতিনিয়ত এধরনের পোশাক তৈরি করে নিজে তা পরে ছবি তুলে ভাইরাল হয়েছেন এক সাধারণ গ্রামের ছেলে, যার নাম নীলরানাউতে।
২৫ বছর বয়সী নীলরানাউতে, আসল নাম সর্বজীত সরকার, ত্রিপুরার একটি ছোট গ্রামের দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ফ্যাশন ডিজাইনার হওয়া। কিন্তু সেলাই মেশিন বা দামি কাপড় তার কাছে ছিল না। তবু থেমে থাকেনি সে।
নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নীল বানাল পোশাক লতা, পাতা, ফুল দিয়ে। আর মশারি, নেট, এমনকি তার মা কাকিমার পুরোনো কাপড়ও সে পরিণত করল ফ্যাশনের অসাধারণ ক্যানভাসে।
নীলরানাউতের এই ফ্যাশন ফেসবুকে ভাইরাল হলো। প্রতিদিন সে নতুন নতুন ডিজাইনের পোশাক তৈরি করে আর নিজেই তা পড়ে মডেলিং করে পোস্ট দেয়, যা দেখে নেটিজেনরা হতবাক! সেইসাথে, বলিউডের জনপ্রিয় তারকাদের মতো দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওয়াতের স্টাইল অনুপ্রেরণা হয়ে তার ডিজাইনগুলোকে কল্পনার নতুন মাত্রা দিল।
তার সৃজনশীলতা মুগ্ধ করল জনপ্রিয় মডেল কাপিলাকে। কাপিলা তাকে মুম্বাই নিয়ে গেলো, বড় বড় ফ্যাশন শো ও ফটোশুটে পরিচয় করিয়ে দিলো বড় ডিজাইনারদের সঙ্গে। এরপর নীলরানাউতে আর পিছনে ফিরে তাকাতে হয়নি— এখন সে বড় বড় তারকাদের সঙ্গে কাজ করছে।
গ্রামীণ সৌন্দর্য আর প্রকৃতির সাথে মিশে থাকা তার পোশাকগুলো এখন ‘প্রকৃতির ক্যানভাসে ফ্যাশনের নতুন ছোঁয়া’ হিসেবে পরিচিত। আর সেই ছোঁয়া দেখলেই বোঝা যায়, কখনো সীমাবদ্ধতা ফ্যাশনকে থামাতে পারবে না।