Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শারদীয় দুর্গাপূজায় ত্বকের যত্ন: উজ্জল সাজের জন্য করণীয়

সানজিদা যুথি সিনিয়র নিউজরুম এডিটর
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪০

আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব— শারদীয় দুর্গাপূজা। পূজার ক’টা দিন মানেই সাজগোজ, আড্ডা আর উৎসবের আমেজ। তবে এই সাজ যেনো ত্বকের ক্লান্তি বা নিস্তেজতায় ঢেকে না যায়, সে জন্য দরকার পূজার আগে থেকেই বিশেষ যত্ন।

চলুন জেনে নিই দুর্গাপূজার সাজকে উজ্জল ও প্রাণবন্ত রাখতে কী কী করবেন—

১. ত্বক পরিষ্কার রাখুন

প্রতিদিন সকালে ও রাতে মুখ ভালোভাবে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করুন।
মেকআপ ব্যবহারের আগে অবশ্যই মুখ ধুয়ে নিন। এতে ত্বক সতেজ থাকবে ও ব্রণ ওঠার আশঙ্কা কমবে।

২. নিয়মিত স্ক্রাব ব্যবহার

সপ্তাহে অন্তত দু’বার স্ক্রাব করুন। এতে মৃত কোষ দূর হবে এবং ত্বক নরম ও উজ্জ্বল দেখাবে।

বিজ্ঞাপন

প্রাকৃতিক স্ক্রাব চাইলে ওটস, মধু বা চালের গুঁড়ো দিয়ে হালকা ম্যাসাজ করতে পারেন।

৩. ময়েশ্চারাইজিং অপরিহার্য

শুষ্ক হোক বা তৈলাক্ত—প্রতিটি ত্বকেরই ময়েশ্চারাইজার দরকার।
রাতে ঘুমানোর আগে ভালো মানের নাইট ক্রিম বা অ্যালোভেরা জেল ব্যবহার করুন।

৪. ফেসপ্যাক দিয়ে বাড়তি যত্ন

ঘরে বানানো ফেসপ্যাক অনেক কার্যকর। বেসন, দই আর মধু মিশিয়ে মাস্ক বানাতে পারেন। চাইলে শসা বা টমেটোর রস লাগিয়ে নিতে পারেন, যা ত্বককে সতেজ করবে।

৫. সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না

পুজোর দিনে সকাল থেকে রাত পর্যন্ত বাইরে থাকতে হয়। তাই দিনে বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার অপরিহার্য। SPF 30 বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক রোদে পুড়ে যাবে না।

৬. ভেতর থেকে যত্ন

পর্যাপ্ত পানি পান করুন, প্রতিদিন অন্তত ৮–১০ গ্লাস।
তেলেভাজা খাবার এড়িয়ে ফলমূল, শাকসবজি ও বাদাম খান।
পর্যাপ্ত ঘুম নিন, কারণ ঘুমের ঘাটতি ত্বকে ক্লান্তির ছাপ ফেলে।

৭. চুলের যত্নও জরুরি

সাজের পরিপূর্ণতা আসে চুল সুন্দর থাকলে। সপ্তাহে একদিন তেল ম্যাসাজ করুন।
শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন যাতে চুল মসৃণ থাকে।

শেষ কথা হলো

দুর্গাপূজার দিনগুলোতে ত্বক ও চুলের যত্নে বাড়তি মনোযোগ দিলে সাজ হবে আরও উজ্জ্বল, আত্মবিশ্বাসী লাগবে প্রতিটি মুহূর্তে। তাই উৎসবের আনন্দের পাশাপাশি নিজের যত্ন নিতে ভুলবেন না।

বিজ্ঞাপন

রেজা কিবরিয়া এবার বিএনপিতে
৬ নভেম্বর ২০২৫ ০৩:২৭

আরো

সানজিদা যুথি - আরো পড়ুন
সম্পর্কিত খবর