Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রঙে রঙে গল্প যখন ঠোঁটে!

সানজিদা যুথী
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২২

মেকআপে লিপস্টিক শুধু রূপকেই উজ্জ্বল করে না, বরং নারীর ব্যক্তিত্ব ও মনের অবস্থা প্রকাশেরও মাধ্যম। অনেক সময় একজন নারী কী রংয়ের লিপস্টিক বেছে নেন, তার ভেতর দিয়েই প্রকাশ পায় তার স্বভাব, আত্মবিশ্বাস ও মানসিকতা।

লাল লিপস্টিক _

লাল মানেই সাহসী, দৃপ্ত আর আত্মবিশ্বাসী মনোভাব। যারা লাল লিপস্টিক ব্যবহার করেন, তারা সাধারণত দৃঢ়চেতা, নেতৃত্বগুণসম্পন্ন এবং নিজের উপস্থিতি জানান দিতে চান। লাল ঠোঁট বলে দেয়, তিনি স্পটলাইটে থাকতে চান।

পিঙ্ক লিপস্টিক _

গোলাপি বা পিঙ্ক রং বোঝায় কোমলতা, মিষ্টি মেজাজ ও রোমান্টিক মানসিকতা। যারা পিঙ্ক লিপস্টিক পছন্দ করেন তারা সাধারণত প্রাণবন্ত, বন্ধুবৎসল এবং সহজ-সরল।

বিজ্ঞাপন

গাঢ় বা ডার্ক শেড (বেগুনি, ম্যারুন, কালচে লাল) _

গাঢ় রঙের লিপস্টিক ব্যবহারকারীরা সাধারণত ভিন্ন কিছু করতে ভালোবাসেন। তাদের ব্যক্তিত্বে রহস্যময়তা থাকে। এরা ট্রেন্ডসেটার, নিজের স্টাইলের ব্যাপারে সচেতন এবং প্রচলিত ধারার বাইরে ভাবতে পছন্দ করেন।

নিউড বা হালকা বাদামি লিপস্টিক _

নিউড শেড মানেই প্রাকৃতিক ও স্বাভাবিক লুক। এরা সাধারণত বাস্তববাদী, সহজ-সরল এবং নিজের ভেতরের সৌন্দর্যে বিশ্বাসী। কাজের জায়গায় পরিমিতি আর পরিশীলন বোঝাতে নিউড লিপস্টিক জনপ্রিয়।

কমলা বা কোরাল লিপস্টিক _

কমলা বা কোরাল ঠোঁট বোঝায় উদ্যমী, উচ্ছল আর প্রাণবন্ত চরিত্র। যারা এ রং বেছে নেন তারা সাধারণত মিশুক, হাসিখুশি এবং নতুন কিছু চেষ্টা করতে ভালোবাসেন।

বেগুনি বা ভায়োলেট লিপস্টিক _

এটি সৃজনশীলতা, স্বাধীনচেতা ভাবনা আর আত্মপ্রকাশের প্রতীক। যারা ভায়োলেট বেছে নেন তারা শিল্পপ্রবণ, কল্পনাপ্রবণ এবং নতুনত্বে বিশ্বাসী।

শেষ কথা হলো _

লিপস্টিকের রং শুধু সাজসজ্জা নয়, বরং ব্যক্তিত্বের এক নিঃশব্দ ভাষা। কারও কাছে এটি সাহসের প্রতীক, কারও কাছে কোমলতার, আবার কারও কাছে সৃজনশীলতার। তাই বলা যায়, ঠোঁটে লাগানো রঙের মধ্যেই লুকিয়ে থাকে একেক নারীর নিজস্ব গল্প।

সারাবাংলা/এসজে/এএসজি

লিপস্টিক

বিজ্ঞাপন

রঙে রঙে গল্প যখন ঠোঁটে!
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২২

আরো

সম্পর্কিত খবর