Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপচর্চায় কাঁচা হলুদের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক
৯ অক্টোবর ২০২৫ ১৭:২৮

হলুদ আমাদের রান্নাঘরের পরিচিত উপাদান হলেও সৌন্দর্যচর্চায় এর ব্যবহার প্রাচীনকাল থেকেই চলে আসছে। কাঁচা হলুদে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ, যা ত্বক ও চুলের যত্নে বিশেষ ভূমিকা রাখে।

উজ্জ্বল ত্বকের জন্য

কাঁচা হলুদ ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। নিয়মিত ফেসপ্যাকে ব্যবহার করলে ত্বক ফর্সা দেখায় এবং দাগ-ছোপ কমে যায়।

ব্রণ দূর করতে

হলুদের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ ব্রণ, ফুসকুড়ি ও ত্বকের ইনফেকশন কমাতে সাহায্য করে। কাঁচা হলুদ বেটে লেবুর রস বা গোলাপজলের সঙ্গে মিশিয়ে ব্রণের জায়গায় ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

বিজ্ঞাপন

বলিরেখা প্রতিরোধে

হলুদের অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ত্বককে ভেতর থেকে সুরক্ষা দেয়। এটি বয়সের ছাপ ও বলিরেখা কমাতে সাহায্য করে, ফলে ত্বক দীর্ঘদিন টানটান থাকে।

রোদে পোড়া দাগ কমাতে

কাঁচা হলুদে থাকা প্রাকৃতিক উপাদান সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব কমায়। দুধের সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে মুখে লাগালে সানট্যান ও পোড়া দাগ হালকা হয়।

চুলের যত্নে

কাঁচা হলুদ শুধু ত্বকের জন্য নয়, মাথার ত্বক ও চুলেরও ভালো বন্ধু। এটি খুশকি দূর করে, চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সহায়তা করে।

ক্ষত সারাতে

প্রাচীনকাল থেকেই কাঁচা হলুদ ক্ষত সারানোর প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি ত্বকের প্রদাহ কমায় এবং দ্রুত সুস্থ করে তোলে।

শেষকথা

রূপচর্চায় কাঁচা হলুদ একটি কার্যকরী ভেষজ উপাদান। তবে ব্যবহারের আগে অবশ্যই ত্বকের ধরন বুঝে নিতে হবে। কারও অ্যালার্জি থাকলে সরাসরি ত্বকে লাগানো উচিত নয়। নিয়ম মেনে ব্যবহার করলে কাঁচা হলুদ হতে পারে সৌন্দর্যচর্চার সহজ ও প্রাকৃতিক সমাধান।

সারাবাংলা/এফএন

রূপচর্চায় কাঁচা হলুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর