Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমের বিয়ে নাকি এরেঞ্জ মেরেজ: কোনটা বেশি সুখের?

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৬:২৮

বিয়ে—জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত। অনেকেই মনে করেন প্রেমের বিয়ে সবসময় সুখ দেয়, আবার কেউ বলেন পরিবারের পরামর্শে ঠিকমতো মিলিয়ে করা সমন্ধের বিয়েই সুখের মূল। কিন্তু সত্যিই কি কোন একটি পথ দীর্ঘমেয়াদে বেশি আনন্দ দেয়?

গবেষণা যা চমক দেয়

যুক্তরাজ্যের ১৫ হাজার মহিলার ওপর সাম্প্রতিক জরিপ দেখায়, অবাক করার মত তথ্য উঠে এসেছে—সমন্ধের বিয়েতে সুখের হার প্রেমের বিয়ের তুলনায় কিছুটা বেশি। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, পরিবারের সমর্থন এবং সামাজিক সমন্বয় তাদের বিবাহ জীবনকে স্থিতিশীল করে। প্রেমের বিয়েতে প্রাথমিক উত্তেজনা বেশি থাকলেও, দীর্ঘমেয়াদে সন্তুষ্টি কম হতে পারে, বিশেষ করে যদি পারিবারিক সমর্থন কম থাকে।

বিজ্ঞাপন

সম্পর্কের মানসিক দিক

বিবাহের সুখ কেবল বিয়ের ধরনেই নির্ভর করে না। মানসিক সংযোগ, প্রত্যাশার সামঞ্জস্য, এবং পারস্পরিক বোঝাপড়াই বড় ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলেন, “যদি দুজন সঙ্গী একে অপরকে বোঝার চেষ্টা করে এবং সমস্যা সমাধানের মানসিকতা রাখে, সেই সম্পর্ক দীর্ঘমেয়াদে সুখী হয়।”

পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ

সমন্ধের বিয়েতে পারিবারিক সহমর্মিতা এক বড় প্লাস। গবেষণা বলছে, যারা পরিবার থেকে সমর্থন পেয়েছেন, তাদের মানসিক চাপ কম এবং সম্পর্কের স্থায়িত্ব বেশি। অন্যদিকে, প্রেমের বিয়েতে অনেক সময় প্রাথমিক উচ্ছ্বাস থাকলেও পারিবারিক চাপ বা ভিন্ন মানসিক প্রত্যাশা সমস্যা তৈরি করতে পারে।

বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য

প্রত্যাশা মিলিয়ে নিন: স্বপ্নের সম্পর্ক বাস্তবতার সঙ্গে মেলাতে শিখুন।
যোগাযোগ করুন: খোলা মন দিয়ে কথা বলাই সম্পর্কের শক্তি।
পরিবারের পরামর্শ গ্রহণ করুন, কিন্তু নিজের পছন্দও উপেক্ষা করবেন না।

সুখী বিবাহের চাবিকাঠি

গবেষকরা মনে করান যে সুখী বিবাহের মূল ফ্যাক্টর হল:

পারস্পরিক সম্মান,
মানসিক সমর্থন,
বাস্তবধর্মী প্রত্যাশা,
সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা।

শেষকথা

প্রেমের বিয়ে বা সমন্ধের বিয়ে— সুখ নির্ভর করে বিয়ের ধরনেই নয়। এটি নির্ভর করে সঙ্গী, মানসিক প্রস্তুতি, এবং পারিবারিক সমর্থনের ওপর। তাই নিজের পছন্দ ও পরিবারের পরামর্শ মিলিয়ে বিয়ের সিদ্ধান্ত নেওয়াই দীর্ঘমেয়াদে সুখী জীবন গঠনের চাবিকাঠি।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর