শীত মানেই কুয়াশা, হালকা রোদ আর আলমারির কোণ থেকে বেরিয়ে আসা উলের পোশাক। কিন্তু শীতের সাজে যে জিনিসটা সবচেয়ে দ্রুত লুক বদলে দিতে পারে, সেটা হলো টুপি। ছোট্ট এই এক্সেসরিটা কখনো আপনাকে করে তুলতে পারে কিউট, কখনো স্মার্ট, আবার কখনো একদম উইন্টার-ফ্যাশন আইকন!
টুপি কেন শীতের ফ্যাশনের ‘হিরো’?
শীতকালে শরীরের তাপ সবচেয়ে বেশি বের হয় মাথা দিয়ে—এই বৈজ্ঞানিক তথ্যটা তো জানা। কিন্তু শুধু উষ্ণতা নয়, টুপি এখন পুরো লুকের স্টেটমেন্ট। একরঙা সোয়েটার বা জ্যাকেটেও রঙিন টুপি যোগ করলেই ফ্যাশনে যোগ হয় নতুন প্রাণ।
শীতের বাহারি টুপির ধরন
বিনি টুপি (Beanie): সবচেয়ে জনপ্রিয় আর কমফোর্টেবল। জিন্স-হুডি হোক বা কুর্তি-শাল—বিনি মানিয়ে যায় সবখানেই। সলিড কালারের সঙ্গে ছোট লোগো বা প্যাটার্ন এখন ট্রেন্ডি।
উলের টুপি (Wool Cap): চিরকালীন ক্লাসিক। নরম উল মাথা গরম রাখে, আবার শাল বা লং কোটের সঙ্গে দেয় এলিগ্যান্ট লুক।
পম-পম টুপি: টুপি মাথায়, ওপরের ছোট বলটা যেন শীতের আনন্দের চিহ্ন! শিশু থেকে তরুণ—সবার কাছেই পম-পম টুপির আলাদা কদর। মজার, প্রাণবন্ত আর ছবি তোলার জন্য একদম পারফেক্ট।
বেরে টুপি (Beret): ফ্রেঞ্চ ফ্যাশনের ছোঁয়া চাইলে বেরে টুপির জুড়ি নেই। শীতের সন্ধ্যায় কোট বা শাড়ির সঙ্গে বেরে মানেই আলাদা স্টাইল স্টেটমেন্ট।
ইয়ারফ্ল্যাপ টুপি: যাদের ঠান্ডা একটু বেশি লাগে, তাদের জন্য আদর্শ। কান ঢাকা থাকায় শীত কম লাগে, আবার লুকেও আসে স্পোর্টি ভাব।
রঙ ও ডিজাইনে কী ট্রেন্ড?
এ বছর শীতের টুপিতে চলছে—
আর্থি টোন: বাদামি, অলিভ, বেইজ।
প্যাস্টেল কালার: হালকা গোলাপি, লাইলাক, আকাশি।
নকশায়: কেবল নিট, জ্যামিতিক প্যাটার্ন আর মিনিমাল এমব্রয়ডারি।
টুপি বাছাইয়ের সময় কিছু পরামর্শ
মুখের গড়ন বুঝে নিন: গোল মুখে লম্বা বিনি ভালো লাগে, লম্বা মুখে পম-পম বা বেরে মানায়।
ফ্যাব্রিক দেখুন: সংবেদনশীল ত্বকে এক্রিলিকের বদলে নরম উল বা কটন-ব্লেন্ড ভালো।
পোশাকের সঙ্গে মিল: শাল-সোয়েটারের রঙের সঙ্গে কনট্রাস্ট করলে লুক আরও স্টাইলিশ হয়।
ওয়াশ ও কেয়ার: হাতে ধোয়া ভালো, নয়তো টুপির শেপ নষ্ট হতে পারে।
শেষ কথা
শীতের ফ্যাশন মানেই শুধু ভারী পোশাক নয়—ছোট ছোট এক্সেসরিতেই লুকের আসল ম্যাজিক। বাহারি টুপি হতে পারে আপনার শীতের দিনের সবচেয়ে প্রিয় সঙ্গী— যে আপনাকে রাখবে উষ্ণ, দেখাবে স্টাইলিশ আর মনটাকেও রাখবে ফুরফুরে।
তাই এই শীতে মাথায় টুপি দিন— শুধু ঠান্ডা নয়, একঘেয়েমিকেও দূরে রাখুন!