আরেকটি বছর পেছনে ফেলে সামনে এগোনোর সময়— নিউ ইয়ার মানেই নতুন আশা, নতুন পরিকল্পনা আর নিজেকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ। ঘরোয়া আড্ডা হোক কিংবা বন্ধুদের সঙ্গে আউটডোর সেলিব্রেশন— নতুন বছরকে স্বাগত জানানোর ধরন হতে পারে একেবারেই ব্যক্তিগত, কিন্তু আনন্দে ভরপুর।
কোথায় কাটবে নিউ ইয়ার? :
নিউ ইয়ার উদযাপনের ধরন অনেকটাই নির্ভর করে আপনি কোথায় সময় কাটাতে চান তার ওপর।
বাসায় পরিবার নিয়ে: হালকা সাজ, ঘরোয়া খাবার আর গল্পে ভরা সন্ধ্যা।
বন্ধুদের আড্ডা: ক্যাফে, রুফটপ বা বাসার ছোট পার্টি।
খোলা আকাশের নিচে: কনসার্ট, পার্ক বা শহরের কোনো ইভেন্ট।
পরিকল্পনার সঙ্গে মিলিয়ে পোশাক ও সাজ বেছে নিলেই সেলিব্রেশন হয়ে উঠবে আরও উপভোগ্য।
পোশাকে থাকুক কমফোর্ট আর স্টাইল
নিউ ইয়ার নাইটে পোশাক নির্বাচনে সবচেয়ে জরুরি বিষয়— স্বাচ্ছন্দ্য। একই সঙ্গে চাই স্টাইলিশ লুক।
যারা ক্যাজুয়াল পছন্দ করেন: জিন্সের সঙ্গে স্টাইলিশ টপ, কুর্তি বা শার্ট।
যারা ফিউশন লুক চান: লং কুর্তি, পালাজ্জো, স্কার্ট-টপ কম্বিনেশন।
যারা ট্র্যাডিশনাল ভালোবাসেন: সিম্পল শাড়ি, সালোয়ার-কামিজ বা পাঞ্জাবি।
রঙের ক্ষেত্রে কালো, সাদা, মেরুন, নেভি ব্লু কিংবা প্যাস্টেল শেড নিউ ইয়ার লুককে করে তোলে এলিগ্যান্ট।
ছেলেদের নিউ ইয়ার লুক
নিউ ইয়ার মানেই শুধু ফর্মাল নয়, স্মার্ট ক্যাজুয়ালও হতে পারে দারুণ পছন্দ।
সলিড শার্টের সঙ্গে ডার্ক জিন্স ব্লেজার বা জ্যাকেট যোগ করলে বাড়বে স্মার্টনেস।
পাঞ্জাবির সঙ্গে স্নিকার্স বা লোফার—ট্রেন্ডি ফিউশন।
হালকা পারফিউম আর পরিচ্ছন্ন গ্রুমিং পুরো লুককে করবে সম্পূর্ণ।
সাজে থাকুক সাবলীলতা
নিউ ইয়ার সেলিব্রেশনে সাজ হতে হবে এমন, যা দীর্ঘ সময় আরামদায়ক থাকে।
হালকা মেকআপ, গ্লোয়িং স্কিন লুক
আইলাইনার বা লিপস্টিক দিয়ে ছোট একটি হাইলাইট
চুলে ন্যাচারাল ওয়েভ বা সিম্পল বান/পনি
মনে রাখবেন—অতিরিক্ত নয়, পরিমিত সাজই সবচেয়ে আকর্ষণীয়।
অ্যাকসেসরিজে শেষ ছোঁয়া
সঠিক অ্যাকসেসরিজ পুরো লুক বদলে দিতে পারে।
মিনিমাল জুয়েলারি বা ঘড়ি,
ক্লাচ বা ছোট স্লিং ব্যাগ,
আরামদায়ক কিন্তু স্টাইলিশ জুতা,
সবকিছু মিলিয়ে লুক হবে পরিপাটি ও উৎসবমুখর।
খাবার, গান আর মুহূর্ত
নিউ ইয়ার সেলিব্রেশন মানে শুধু পোশাক নয় …
পছন্দের খাবার,
প্রিয় গান বা প্লেলিস্ট,
প্রিয় মানুষদের সঙ্গে কিছু নির্ভেজাল মুহূর্ত,
এই ছোট ছোট বিষয়ই নতুন বছরের শুরুটাকে করে তোলে স্মরণীয়।
নতুন বছর, নতুন আমি
নিউ ইয়ার হোক নিজের যত্ন নেওয়ার উপলক্ষ। দামি পোশাক নয়, আত্মবিশ্বাস আর ইতিবাচক মনোভাবই হোক নতুন বছরের আসল সাজ। হাসিমুখে নতুন বছরকে স্বাগত জানান—এই কামনাই থাকুক।