Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতে নারীদের মানানসই জুতা

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ১৯:০১

শীতের হিমেল হাওয়ায় নিজেকে পরিপাটি রাখার পাশাপাশি পায়ের উষ্ণতা নিশ্চিত করাটাও জরুরি। পোশাকের সাথে মানানসই এক জোড়া জুতা আপনার পুরো ‘লুক’ বদলে দিতে পারে। ক্যাজুয়াল আড্ডা থেকে শুরু করে ফর্মাল অফিস—শীতের ফ্যাশনে মেয়েদের জন্য জুতসই কিছু ফুটওয়্যার নিয়ে আমাদের আজকের ফিচার।

স্নিকার্স: স্টাইল ও আরামের মেলবন্ধন

শীতের সকালে জগিং হোক বা বন্ধুদের সাথে আড্ডা, স্নিকার্স সবসময়ই তালিকার শীর্ষে। বর্তমানে সাদা স্নিকার্সের পাশাপাশি প্যাস্টেল শেড বা একটু ভাইব্রেন্ট রঙের স্নিকার্স বেশ জনপ্রিয়। জিন্স, লেগিংস এমনকি শাড়ির সাথেও অনেকে এখন স্নিকার্স পরে ফিউশন লুক তৈরি করছেন।

বিজ্ঞাপন

লোফারস ও অক্সফোর্ড জুতা

অফিস বা কোনো পেশাদার মিটিংয়ের জন্য লোফারস সেরা পছন্দ। এটি যেমন আরামদায়ক, তেমনি দেখতেও খুব মার্জিত। যারা একটু ভিন্টেজ বা ক্ল্যাসিক স্টাইল পছন্দ করেন, তারা বেছে নিতে পারেন অক্সফোর্ড সু। এগুলো সাধারণত চামড়া বা সিন্থেটিক লেদারের হয়ে থাকে, যা পায়ের পাতা ঢাকা রাখে এবং শীত থেকে সুরক্ষা দেয়।

বুট জুতা: শীতের আসল ফ্যাশন

শীতের ফ্যাশন মানেই যেন বুটস। পায়ের দৈর্ঘ্য অনুযায়ী আপনি বেছে নিতে পারেন বিভিন্ন ধরণের বুট…

অ্যাঙ্কেল বুট: জিন্স বা স্কার্টের সাথে দারুণ মানায়।

চেলসি বুট: এগুলো পরতে সহজ এবং দেখতে খুব আধুনিক।

নি-লেন্থ বুট: খুব বেশি শীত পড়লে লম্বা কোটের সাথে নি-লেন্থ বুট আপনাকে দেবে রাজকীয় আভিজাত্য।

মখমল বা ভেলভেটের জুতা

শীতের পার্টি মানেই মখমলের কারুকাজ। ভেলভেটের তৈরি ব্যালেরিনা বা ফ্ল্যাট জুতাগুলো শাড়ি বা সালোয়ার কামিজের সাথে দারুণ মানিয়ে যায়। গাঢ় মেরুন, নেভি ব্লু বা পান্না সবুজ রঙের ভেলভেট জুতাগুলো আপনার শীতকালীন পোশাকে এক অনন্য মাত্রা যোগ করবে।

ফুর স্লাইডার ও পাম্প সু

ঘরে পরার জন্য বা হালকা কোনো দাওয়াতে যাওয়ার জন্য ফুর স্লাইডার বা ভেতর দিকে পশম দেওয়া পাম্প সু বেছে নিতে পারেন। এগুলো পা নরম রাখে এবং দীর্ঘক্ষণ পরে থাকলেও পায়ে কোনো ব্যথা অনুভব হয় না।

শীতের জুতার যত্নে কিছু টিপস

পরিচ্ছন্নতা: লেদার বা সিন্থেটিক লেদারের জুতা ভিজে গেলে সরাসরি রোদে না শুকিয়ে ঘরের স্বাভাবিক বাতাসে শুকান।

মোজা নির্বাচন: শীতের জুতার সাথে মানানসই সুতির বা উলের মোজা পরুন। এটি পা ঘামানো রোধ করবে এবং উষ্ণতা দেবে।

পালিশ: চামড়ার জুতা নতুনের মতো রাখতে নিয়মিত ভালো মানের পালিশ ব্যবহার করুন।

শীত মানেই কেবল ভারী পোশাক নয়, বরং পায়ের পাতায় আরাম আর আভিজাত্যের স্পর্শ। সঠিক জুতা বেছে নিয়ে আপনিও হয়ে উঠতে পারেন এই শীতের ফ্যাশন আইকন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর