Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাতাসে করোনা ছড়ায়, ডব্লিউএইচওকে দুই শতাধিক গবেষকের চিঠি


৬ জুলাই ২০২০ ১৭:৩২ | আপডেট: ৬ জুলাই ২০২০ ১৮:১৩

বাতাসেও ছড়াচ্ছে করোনাভাইরাস। সম্প্রতি ৩২টি দেশের দুই শতাধিক গবেষক দাবী করেছেন বায়বীয় সংক্রমণে সক্ষম এ ভাইরাসটি। এর আগে করোনাভাইরাস বায়ুতে ভেসে থেকে ছড়াতে পারে এমন আশঙ্কা প্রকাশ করলেও কোনো অকাট্য প্রমাণ নেই বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এবার গবেষকদের দাবি— শুধু হাঁচি, কাশি বা সংস্পর্শে নয়, বায়ুমণ্ডলে ছড়িয়ে থাকা অবস্থায়ও করোনা মানবদেহে সংক্রমিত হতে পারে। ৩২ দেশের ২৩৯ জন গবেষক বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এক চিঠির মাধ্যমে এই মর্মে সতর্ক করে দিয়েছেন।

বিজ্ঞাপন

গবেষকরা এক খোলা চিঠিতে জানিয়েছেন, গবেষণায় দেখা গেছে, বায়ুমণ্ডলে থাকা ড্রপলেটে সংক্রমণের ঝুঁকি আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দেশ্যে ওই খোলা চিঠিতে ২৩৯ জন গবেষক স্বাক্ষর করেছেন। তবে ওই গবেষণাটি এখনও কোনো জার্নালে প্রকাশ হয়নি।

এর আগে বিভিন্ন গবেষণা থেকে জানা গিয়েছিলো, করোনাভাইরাস এত হালকা নয় যে বাতাসের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে ছড়াতে পারে। কেননা এরকম সংক্রমণের জন্য ৫ মাইক্রোনের ছোট ড্রপলেট প্রয়োজন।

করোনা করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর