পোষা প্রাণীর রুটিন চেকআপে যা যা দেখা হয়
১৮ আগস্ট ২০২০ ১৫:২৩
কোন প্রাণী দত্তক নেওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। এদের মধ্যে অন্যতম হচ্ছে নিয়মিত পশু চিকিৎসকের কাছে যাওয়া। একজন ভেট বা পশু চিকিৎসকই আপনার প্রিয় পোষা প্রাণীর যাবতীয় স্বাস্থ্য পরীক্ষা করবেন। তাদের ভ্যাকসিন দেওয়া, ক্যাটেস্ট্রেশন করানো থেকে শুরু করে কি খাওয়াবেন, কীভাবে যত্ন আত্তি করবেন তা শেখাবে।
পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর তিনি বেশ কিছু বিষয় পরীক্ষা করে দেখবেন। আসুন জেনে নেই সেগুলো কী।
ত্বক ও পশম
যদি আপনার পোষা প্রাণীটি হয় কুকুর তবে তার ত্বক ও পশমের চকচকে ভাব নিশ্চিত করবে সে স্বাস্থ্যবান কিনা। সুস্থ কুকুরের পশম হবে চকচকে আর মসৃণ আর ত্বক হবে টানটান। এর ব্যত্যয় হলে বুঝে নিতে হবে, আপনার কুকুরের খাবারে সমস্যা আছে। আপনার ভেট হয়ত আপনার কুকুরকে কিছুদিন শস্যজাতীয় খাবারের পরিবর্তে প্রোটিন খাওয়াতে বলতে পারে।
কান পরীক্ষা
অনেকসময় কুকুরের কানের অনেক ভেতরের দিকে সংক্রমণ শুরু হয় যা খোলা চোখে দেখা যায় না। একজন ভেট তাই ভালোভাবে আপনার কুকুরের কান পরীক্ষা করে দেখবেন। অনেক কুকুর বা বেড়ালের অ্যালার্জির সমস্যা থাকে যা কানে সংক্রমণ ঘটাতে পারে। ভেট আপনাকে শিখিয়ে দেবে কীভাবে ওদের কান পরিষ্কার করতে হবে।
হৃদযন্ত্র
পোষা প্রাণীটির ফুসফুস ও হৃদযন্ত্রের অবস্থা বোঝার জন্য ভেট স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করে দেখবেন।
পেট পরীক্ষা
বেড়াল বা কুকুরের অনেক রোগ আছে যা আপনি খালি চোখে দেখে কিছুতেই বুঝতে পারবেন না। একজন ভেট তাই সাধারণত পেট পরীক্ষা করেন। এতে করে দেখা যায় কিডনি সমস্যা থেকে শুরু করে তারা গর্ভবতী কিনা তাও বুঝে নেন তিনি। এছাড়াও ব্ল্যাডারে পাথর আছে কিনা তাও বুঝতে পারেন।
মুখগহ্বর
পোষা প্রাণীর ভালো স্বাস্থ্যের অন্যতম নিদর্শন তাদের স্বাস্থ্যকর মুখগহ্বর। দাঁত, মাড়ি, টিউমার ইত্যাদি পরীক্ষা করে দেখবেন। বয়স্ক কুকুরের মুখে নানাধরনের সমস্যা দেখা দেয়, যার জরুরি চিকিৎসা প্রয়োজন। তাছাড়া ভেট আপনাকে দেখিয়ে দেবে কীভাবে ওদের দাঁত মেজে দিতে হয়।
চোখ
সানি পড়াসহ নানারকম সংক্রমণের বিষয়ে আগেভাগেই জানা সম্ভব ভালোভাবে চোখ পরীক্ষা করলে।
থাবা ও নখ
বেড়াল বা কুকুরের থাবা ও বুড়ো আঙুলের নখ পরীক্ষা করে দেখবেন আপনার ভেট। বড় নখ কেটে ছোট করে দেবেন বা আপনাকে শিখিয়ে দেবে কীভাবে কাটতে হয়। আবার থাবায় কোন সংক্রমণ থাকলে তারও চিকিৎসা করবেন।