Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাব লাভেলো আইসক্রিম পার্লারের যাত্রা শুরু


১০ ডিসেম্বর ২০১৭ ১৭:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হৃদয় মিলবে যেখানে একসাথে, বাজবে হৃদস্পন্দন একই সুরে- স্লোগান নিয়ে বনানী ১১ তে যাত্রা শুরু করলো ক্লাব লাভেলো ক্যাফে এন্ড ক্রিমারি। ২০১৬ সালের ১৪ই ফেব্রুয়ারি যাত্রা শুরু করা লাভেলোর এটি প্রথম আইসক্রিম পার্লার।

৮ ডিসেম্বর একটা অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজন করা হয় এই উপলক্ষে। আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানানো হয় কৃত্রিম তুষারপাতের মধ্য দিয়ে। পুরো অনুষ্ঠান জুড়ে আমন্ত্রিত অতিথিদের মাতিয়ে রেখেছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল আর অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া। তাওফিকা ফুডস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দাঁতো মোহাম্মদ একরামুল হক জানান নগরীর আইসক্রিম প্রেমীদের কাছে নানা ফ্লেভারের দেশে উৎপাদিত বিশ্বমানের আইসক্রিম পৌঁছে দিতে এই আইসক্রিম পার্লারের উদ্যোগ।

বিজ্ঞাপন

৭০ জনের মতো বসার আয়োজন নিয়ে এই আইসক্রিম পার্লারে পাবেন কোন এবং কাপে নিজের পছন্দ মতো টপিং এবং ডিপিং বেছে নেওয়ার সুযোগ। একে একে পুরো ঢাকা এবং পুরো দেশে আরো আউটলেট খোলার ইচ্ছা রয়েছে তাদের।

 

 

 

 

সারাবাংলা/আরএফ/এসএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর