তরুণ ত্বক চাই?
১৮ এপ্রিল ২০১৮ ১৫:১৯
লাইফস্টাইল ডেস্ক।।
নিজেকে তরুণ দেখাতে কে না চায়। বয়সের বৃদ্ধি ঠেকানো সম্ভব না কিন্তু একটু যত্ন নিলেই ত্বকের তারুণ্য ধরে রাখা সম্ভব। এর জন্য নিজেকে ছুরির নীচে সঁপে দেওয়া লাগবেনা। লাগবে প্রাকৃতিক উপায়ে যত্ন।
কুঁচকে যাওয়া ত্বক কিংবা ত্বকের কালো দাগ দূর করতে জাদুকরী কাজ করবে একটি ঘরোয়া প্যাক বা মিশ্রণ। আসুন জেনে নেই প্যাকটি কীভাবে বানাবেন।
যা লাগবে
বেকিং সোডা ১ টেবিল চামচ
মধু ১/২ টেবিল চামচ
ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ১ ফোটা
যেভাবে বানাবেন
বেকিং সোডা আর মধু একসাথে মিশিয়ে পেস্ট বানান। এরপর ল্যাভেন্ডার তেল মেশান
একটা পাতলা কাপড় নিয়ে হালকা গরম পানিতে ভিজিয়ে মুখের উপর চেপে রাখুন মিনিটখানেক। এতে রোমকূপের গোড়া খুলে যাবে
এরপর অল্প অল্প করে মাস্কটি নিয়ে মুখে আলতো করে সার্কুলার মোশনে বা ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করুন। সম্পূর্ণ মুখের ত্বকের মরা চামড়া ঝরে যাওয়া পর্যন্ত তিন থেকে পাঁচ মিনিট মাসাজ করুন। এতে এসেনশিয়াল অয়েল তার যাদু দেখানোর সুযোগ পাবে
হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন
মুখ ধোয়ার পর পর কিছুক্ষণ ত্বক লালচে দেখাতে পারে কিন্তু চিন্তার কিছু নাই। এটা কিছুক্ষনের মাঝেই চলে যাবে
সপ্তাহে এক থেকে দুই বারের বেশি এই মাস্ক ব্যবহারের প্রয়োজন নাই।
এই মাস্ক বা স্ক্রাব ত্বকে কিছুটা ক্ষারীয় ভাব এনে দেবে। তাই মুখ ধোয়ার পানিতে কিছুটা গোলাপজল মিশিয়ে নিলে সেটা ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখবে
সারাবাংলা/আরএফ/এসএস