যেভাবে সুস্থ রাখবেন আপনার হৃদযন্ত্র
২৯ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪৭
হার্ট বা হৃদপিণ্ড- মানুষের শরীরে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এই হার্টসংক্রান্ত রোগের কারণে প্রতি বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়। মানুষ সাধারণ হৃদযন্ত্র বিকলের লক্ষণগুলো গুরুত্ব দিয়ে দেখে না। যা পরে প্রাণঘাতী রূপ নেয়। হার্টের স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতি বছর ২৯ সেপ্টেম্বর বিশ্ব হৃদযন্ত্র বা হার্ট দিবস পালিত হয়।
শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হৃদপিন্ড বা হার্ট। তাই এই অঙ্গের প্রতি বিশেষভাবে যত্নবান হতে হবে। একটু সচেতন থাকলেই তা সম্ভব। এজন্য কিছু অভ্যাস ছাড়তে হবে আর কিছু অভ্যাস সাদরে গ্রহণ করতে হবে।
আমেরিকান কাউন্সিল অন এক্সারসাইজ সম্প্রতি এক গবেষণায় দেখিয়েছে হৃদপিন্ড সুস্থ রাখার কিছু উপায়। আসুন জেনে নেই সেই উপায়গুলো সম্পর্কে—
পুষ্টিকর খাবার—
হৃদপিন্ড সুস্থ রাখার প্রধান শর্ত হলো পুষ্টিকর খাবার খাওয়া। হৃদপিন্ডের কার্যক্ষমতা ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক রাখার জন্য প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে হবে। ফাস্ট ফুড বাদ দেওয়াই ভালো। পুষ্টিকর খাবার হৃদপিন্ড সুস্থ রাখতে সহায়ক।
যেসব খাবার হৃদপিন্ড সুস্থ রাখে—
শস্যজাতীয় খাদ্য
সবুজ শাকসবজি
দুধ
শিম ও শিমের বিচি
বাদাম ও অ্যাভোকাডো
মাছ, মাংস
মন প্রফুল্ল রাখতে হবে—
মনের সঙ্গে হৃদপিন্ডের সরাসরি সম্পর্ক আছে। হতাশা, দুশ্চিন্তা ও মানসিক চাপ হৃদপিন্ডের জন্য অত্যন্ত ক্ষতিকর। জীবনের যেকোন পর্যায়ে ‘খারাপ পরিস্থিতি’ তৈরি হতেই পারে। আবার অনেকসময় একঘেয়েমিও চলে আসে। যাই-ই হোক, মনের ওপর নিজের নিয়ন্ত্রণ থাকতে হবে। মানসিক চাপ দূর করে হাসি-খুশি থাকার চেষ্টা করতে হবে।
মন ভালো রাখতে যা যা করতে পারেন—
প্রতিদিন অন্তত ১০ মিনিট ধ্যান বা মেডিটেশন করুন।
ভালো বই পড়ুন
দুই ঘন্টা কাজ করার পর ছোট্ট বিরতি নিন
লেখালেখির অভ্যাস থাকা ভালো
ব্যায়াম করুন
ছবি আঁকতে পারেন
বন্ধু, প্রতিবেশি ও প্রিয়জনদের সঙ্গ দিন
পর্যাপ্ত ঘুমান (প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ ঘন্টা)
ধুমপান ও অ্যালকোহল বাদ দিন
হৃদযন্ত্রের সমস্যা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। তাই আগে থেকেই সচেতন থাকতে হবে। ছোট্ট কিছু বদঅভ্যাস জীবনকে বদলে দিতে পারে। সুস্থ রাখতে পারে শরীরের হৃদযন্ত্রকে।
সারাবাংলা/এসবিডিই/এএসজি