Sunday 03 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৪ সালের হ্যালোইন পোশাকের সেরা ট্রেন্ডগুলো

সারাবাংলা ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪ ১০:২৩

আসছে ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ৫০তম হ্যালোইন প্যারেড। বরাবরের মতো এবারও হ্যালোইনের পোশাক নিয়ে বিশ্বব্যাপী ভক্তদের মাঝে বিরাজ করছে টান টান উত্তেজনা।

তবে এ বছরের হ্যালোইনের পোশাকে দেখা যাবে নতুন ফ্যাশন প্রবণতা বা ট্রেন্ড। এতে থাকবে ফিকশনাল ক্যারেক্টারগুলো থেকে শুরু করে বড় বড় পপস্টার থিম।

দেখে নিন ২০২৪ সালের সেরা কয়েকটি হ্যালোইন পোশাক ট্রেন্ড

‘বিটলজুস বিটলজুস’ এর শ্রাঙ্কেন হেড বব

‘বিটলজুস’র সিক্যুয়াল ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘বিটলজুস বিটলজুস’র অন্যতম চরিত্র শ্রাঙ্কেন হেড ববের লুক এবারের হ্যালোইনের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। ছোট মাথা ও ওভারসাইজ হলুদ পোশাকের ভারসাম্যহীনতাই পরিণত হয়েছে একটি হ্যালোইন পোশাক ট্রেন্ডে।

অস্ট্রেলিয়ান ব্রেক ড্যান্সার রেগুন

২০২৪ সালের প্যারিস অলিম্পিকে আকর্ষণীয় নাচের মাধ্যমে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া অস্ট্রেলিয়ান ব্রেকড্যান্সার রেগুনের পোশাকও এবারের হ্যালোইন পোশাক ট্রেন্ড। এ বছরের হ্যালোইন পার্টিতে ব্রেকড্যান্সার রেগুনের মতো আপনিও প্রদর্শন করতে পারেন আপনার নাচের দক্ষতা।

পপি প্লেটাইম ভিডিও গেইমের ক্যাটন্যাপ

জনপ্রিয় এই ভিডিও গেইমবিরোধী চরিত্র ক্যাটন্যাপের লুকও এবারের হ্যালোইন পোশাক ট্রেন্ডের তালিকায় নাম লিখিয়েছে। বেগুনি রঙের আভাস ও আইকনিক গ্রিনকে ক্যাপচার করার জন্য একটি ফেস পেইন্ট করলেই হয়ে যাবে এই লুক।

‘বিটলজুস’র ডেলোরেস

‘বিটলজুস’র আকর্ষণীয় এক চরিত্র ডেলোরেস। হ্যালোইন ভক্তদের কাছে তার স্টাপল করা চেহারাই এবারের ট্রেন্ড হিসেবে আকর্ষণ কেড়েছে। কালো রঙের পোশাকের সঙ্গে হালকা মেকআপ হতে পারে এবারের হ্যালোইনের জন্য সহজ একটি লুক।

বিজ্ঞাপন

‘পমনি’ সিরিজের দ্য অ্যামেজিং ডিজিটাল সার্কাস

অ্যামেজিং ডিজিটাল সার্কাস চরিত্রের বিশাল ক্লাউন পোশাকের লুক তার ফ্যাকাশে ত্বক, বড় অভিব্যক্তিপূর্ণ চোখ এই নিশ্চয়তা দেয় যে, এই বছর প্রিমিয়ার হ্যালোইন পোশাকগুলোর একটি এটি।

ডক্টর ডুম

মার্ভেল ইউনিভার্সের অন্যতম আইকনিক ভিলেন ডক্টর ডুম। ডুম চরিত্রের নাটকীয় কেপ এবং ধাতব বিশদসহ বিচিত্র লুকটি তার শক্তিশালী চরিত্রকে উপস্থাপন করার পাশাপাশি এবারের হ্যালোইনের লুকে আনবে নতুনত্ব।

সাবরিনা কার্পেন্টার

পপস্টার সাবরিনা কার্পেন্টার লাইভ স্টেজ এবং মিউজিক ভিডিও তে বরাবরের মতোই তার চটকদার পোশাকের সঙ্গে মাতিয়েছেন পুরো ইন্টারনেট দুনিয়া। তার নিখুঁত মেকআপ এবং ভলিউমাইজড হেয়ার স্টাইলে নিজেকে সাজাতে পারেন এবারের হ্যালোইন লুককে।

‘ডেডপুল অ্যান্ড ওলভারাইন’র লেডি ডেডপুল

এই বছর ‘ডেডপুল অ্যান্ড ওলভারাইন’ মুক্তির পরপরই লেডি ডেডপুল চরিত্র হ্যালোইন পোশাকের জন্য একটি দুর্দান্ত ট্রেন্ড হিসেবে চিহ্নিত হয়েছে। স্বর্ণকেশী চুল এবং পেছনে ব্লেডযুক্ত এই লুক আপনার হ্যালোইন উদযাপনকে করে তুলবে আরও বিচিত্র।

‘ইনসাইড আউট টু’র অ্যাঙ্গার

‘ইনসাইড আউট টু’ থেকে আরেকটি স্ট্যান্ডআউট চরিত্র, অ্যাঙ্গার, ২০২৪ সালের ট্রেন্ডিং হ্যালোইন পোশাকের তালিকাকে আরও বিচিত্র করেছে। সাদা শার্ট, লাল টাই, বেল্ট ও লং ওয়ার্ক প্যান্ট এবং রাগী লুকের জন্য আপনার মাথার উপরে জ্বলন্ত আনুষাঙ্গিকটি পরতে ভুলবেন না।

সারাবাংলা/এসডব্লিউআর/পিটিএম

২০২৪ পোশাক ট্রেন্ড হ্যালোইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর