কেমন হবে এ বছর ক্রিসমাসের সাজপোশাক?
২১ ডিসেম্বর ২০১৭ ১৪:০৫
লাইফস্টাইল ডেস্ক
বছর ঘুরে বড়দিন আবার আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে। সারাবিশ্বের মত বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ও তাদের জন্য বছরের সবচাইতে উৎসবমুখর দিনটির অপেক্ষায় উন্মুখ। একে শীত তার ওপর উৎসবের উপলক্ষ, এই তো সময় আমাদের ফ্যাশন সেন্সকে আরও একটি বার ঝালিয়ে নেওয়ার।
২০১৭ বিদায় নিচ্ছে, নতুন বছরে আসবে নতুন ফ্যাশন ট্রেন্ড। বছরশেষের সবচাইতে বড় এই উৎসবে আমরা চাইলেই বছরজুড়ে চলা ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করে সাজগোজ করতে পারি। আবার নিজ নিজ রুচি অনুযায়ী পোশাক ও সাজগোজ বেছে নিতে পারি। ক্রিসমাস উৎসব মূলত রাতের অনুষ্ঠান। তাই রাতের সাজগোজের ক্ষেত্রে ক্লাসিক পার্টিওয়্যার অনুসরণ করলেও ভুল হবেনা। আসলে দিনের শেষে ফ্যাশনের ক্ষেত্রে আরামই প্রধান উপজীব্য। এবছর বড়দিনের সাজপোশাক কেমন হতে পারে তা নিয়ে আমাদের আজকের প্রতিবেদন।
সব সাদা অথবা কালো
রাতের ক্রিসমাস পার্টি সে ঘরোয়া হোক কী কোন পাঁচ তারকা হোটেলে, সম্পূর্ণ সাদা বা কালো পোশাক আপনাকে এনে দেবে পরিপূর্ণ আর ক্লাসিক পার্টি লুক। এক্ষেত্রে, শাড়ি, সালওয়ার কামিজ, গাউন, টপ উউথ প্যান্ট বা স্কার্ট, লং ড্রেস, আনারকলি ইত্যাদি যেকোন কিছুই বেছে নিতে পারেন। পোশাকের সাথে মিলিয়ে সাজগোজ বা গয়না যেকোন একটিকে ফোকাস করুন। কেউ যদি পোশাকটিকেই ফোকাস করতে চান সেক্ষেত্রে সাজগোজে চোখ বা ঠোঁট যেকোন একটিকে হাইলাইট করুন আর গয়নার ক্ষেত্রে কান, হাত বা গলার যেকোন একটিকে বেছে নিন। ধরুন কালো শাড়িতে মেটাল আই মেকাপ বেছে নিলে ঠোঁটে বেছে নিন ন্যুড কালারের লিপস্টিক। কানে একটি বড় দুল আর হাতে বড় একটি আংটি, বাস ক্রিসমাস পার্টির জন্য আপনি তৈরি। এক্ষেত্রে গলায় বড় কিছু পরলে আপনার সুন্দর শাড়িটি থেকে ফোকাস সরে যাবে চোখে, কানে, গলায়, হাতে। তাই যেকোন একটিতে ফোকাসের চেষ্টা করুন।
লেইস বা সিকুইন
লেইস আর সিকুইন পার্টিওয়্যার হিসেবে দারুণ। লেইসের শাড়ি, গাউন বা টপ বেছে নিতে পারেন এ দিনের সাজে। রঙের ক্ষেত্রে বেছে নিতে পারেন মেরুন, বেগুনি, বার্গেন্ডি, গাঢ় সবুজ বা পিংকের কোন একটি শেড। লেইসের পোশাক নিজে এত গর্জিয়াস যে এর সাথে গয়না এবং মেকাপ বেছে নেওয়া দরকার সতর্কতার সাথে। একদম ক্লাসিক আইলাইনার উইথ গাঢ় লিপস্টিক বেছে নেওয়া যায় অথবা স্মোকি আইজ উইথ ন্যুড লিপ বেছে নেওয়া যায়। ফ্ললেস মেকাপ আর দারুণ একটি লিপস্টিকের শেড বেছে নিলে গয়না বেছে নিন হাত, আঙ্গুল বা কানের। লেইসের সাথে গলায় কিছু পরা জরুরি নয়। কারণ লেইসের পোশাক নিজেই খুব সুন্দর। চেষ্টা করুন উঁচু করে চুল বাঁধতে কারণ আপনি নিশ্চয় নিজের পোশাকটা সবাইকে দেখাতেই চাইবেন।
সিকুইনের ব্লাউজ বা টপ হতে পারে বড়দিনের চমৎকার পার্টিওয়্যারের অংশ। তাছাড়া লেইসের শাড়ি আর বিপরীত রঙের সিকুইনের ব্লাউজ খুবই জনপ্রিয় কম্বিনেশন।
গোল্ডেন ও মেটাল
সোনালি ও মেটাল রঙের পোশাক তো বেছে নিতে পারেনই সেইসাথে নিতে পারেন মেকাপ, গয়না কিংবা ব্যাগটিকে মেটাল বা সোনালি রঙের বেছে নিতে। একে শীত তার উপর বড়দিনের বড় উৎসব, চকচকে সাজে কোন ক্ষতি নাই। তবে এসব পোশাক বা এক্সেসরিজ বেছে নিলে মেকাপের ব্যাপারে সচেতন হওয়া ভালো। সোনালির সাথে গাঢ় লাল লিপস্টিক না দিয়ে বার্গেন্ডি বা পিচ কালার বেছে নিতে পারেন। আবার একরঙা পোশাক পরলে চোখের সাজে মেটাল বা সোনালি ব্যবহার করতে পারেন। কালো বা সাদা শাড়ির সাথে নিতে পারেন মেটালিক কপার, সবুজ, সিলভার বা সোনালি পার্স বা হ্যান্ডব্যাগ।
মডেল – রুবাইদা জয়া
তথ্য এবং ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত
সারাবাংলা/আরএফ/এসএস