বইমেলায় রেজানুর রহমানের ‘আবাসভূমি’
১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৩০
আবাসভূমি। মুক্তিযুদ্ধের উপন্যাস। ১৯৭১ সালে দেশে মহান মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে নীলফামারী জেলার সৈয়দপুর শহরে অবাঙ্গালীদের রোষানাল পড়ে প্রাণ বাঁচাতে পরিবার-পরিজন সহ কুড়িগ্রাম জেলায় নিজ গ্রামে পালিয়ে যেতে বাধ্য হন একজন স্কুল শিক্ষক। তারপর শুরু হয় নিজ দেশে পরবাসী জীবন।
৭১’এর ৯ মাস। প্রতিদিন নির্মম, নিষ্ঠুর, নির্দয় সময়ের সাথে লড়াই শুরু হয়। প্রতিকূল পরিবেশেও গ্রামের তরুণদের সংগঠিত করতে থাকেন ওই স্কুল শিক্ষক এবং পালাক্রমে তাদেরকে মুক্তিযুদ্ধে পাঠিয়ে দিতে থাকেন।
স্বপ্ন একটাই, একদিন দেশ স্বাধীন হবে। গড়ে উঠবে স্বাধীন আবাসভূমি।
বইটি প্রকাশ করেছে কথা প্রকাশ। প্রচ্ছদ ধ্রুব এষ।