মেলায় শাহীন চৌধুরীর ভ্রমণকাহিনী ‘গ্রেটওয়াল থেকে নায়াগ্রা’
১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১২ | আপডেট: ১০ মে ২০২২ ১৪:৪৯
প্রাণের মেলা ডেস্ক ।।
লেখক-সাংবাদিক শাহীন চৌধুরীর দীর্ঘদিন ধরে লিখছেন। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তার ভ্রমণ কাহিনী ‘গ্রেটওয়াল থেকে নায়াগ্রা’।
গ্রেটওয়াল থেকে নায়াগ্রা প্রকাশ করেছে ছায়াবিথী প্রকাশনী। বইটিতে ১৩টি দেশ ভ্রমণের অভিজ্ঞতা, ওইসব দেশের কৃষ্টি-সংস্কৃতি, জীবনযাত্রা, আলোচিত স্থানের বর্ণনাসহ নানা বিড়ম্বনার চিত্র তুলে ধরা হয়েছে। পাঠকরা ওইসব স্থান ভ্রমণ না করেও যেন সেখান থেকে ঘুরে আসতে পারবেন। ২০৮ পৃষ্ঠার এই বইটির মূল্য ৪০০ টাকা।
এছাড়াও মেলার ছায়াবীথি এবং তরফদার প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে লেখকের আগে প্রকাশিত আরও ১৪টি বই।
সারাবাংলা/পিএম