Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলায় কমিকসের নানা বই


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৫ | আপডেট: ১০ মে ২০২২ ১৪:৪৭

প্রাণের মেলা ডেস্ক ।।

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে আহসান হাবীবের নতুন কমিকসের বই ‘ভয়’। বইটি প্রকাশ করেছে ঢাকা কমিকস। এছাড়াও ঢাকা কমিকস থেকে প্রকাশিত হয়েছে রোমেল বড়ুয়ার ‘লুঙ্গিম্যান’। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমা’র ঝুলির গল্প অবলম্বনে আসিফুর রহমানের ‘নীল কমল আর লাল কমল’। সব্যসাচী চাকমা’র জুম-২, তানজিম-উল- হকের লেখায় এবং এড্রিয়ান অনীকের আঁকায় ইব্রাহিম-৩। এছাড়াও পাওয়া যাচ্ছে নাসরীন সুলতানা মিতু’র সায়েন্স ফিকশন কমিকস সায়েন্স মিক্স-কমিক্স।

বিজ্ঞাপন

বইগুলো ঢাকা কমিকস-এর ৬৫৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

কমিকস ঢাকা কমিকস বইমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর