Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছয় দিনে মেলায় ৭২৯ নতুন বই


৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২০ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:২৭

এসএম মুন্না :

সাত পেরিয়ে অষ্টম দিনে পর্দাপণ করলো এবারের অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের দেওয়া তথ্যমতে মেলা শুরু পর থেকে (২-৭ ফেব্রুয়ারি পর্যন্ত) নতুন বই এসেছে মোট ৭২৯টি। গড়ে প্রতিদিন ১২১টি। এর মধ্যে কবিতার বই সবচেয়ে বেশি। সংখ্যা ২১০। দ্বিতীয় অবস্থানে রয়েছে উপন্যাস ১২৯টি। তৃতীয় অবস্থানে গল্প ৮২টি।
মেলায় আসা নতুন বইয়ের মধ্যে রয়েছে অন্যপ্রকাশ থেকে সৈয়দ শামসুল হকের ‘উৎকট তন্দ্রার নিচে’। চারুলিপি প্রকাশন এনেছে সৈয়দ শামসুল হকের দুইটি সমগ্র। এর একটি পিয়াস মজিদের সম্পাদনায় ‘শ্রেষ্ঠ কবিতা’, অন্যটি কিশোরসমগ্র এক ও দুই। একই প্রকাশনী থেকে এসেছে সৈয়দ শামসুল হক স্মরণগ্রন্থ ‘ফুলের গন্ধের মতো থেকে যাবো…’। যৌথভাবে বইটি সম্পাদনা করেছেন অধ্যাপক হায়াৎ মামুদ ও পিয়াস মজিদ। প্রথমা প্রকাশন এনেছে সৈয়দ শামসুল হকের তিনটি নতুন উপন্যাস ‘আনারকলি’, ‘বালিকার চন্দ্রযান’ ও ‘তুমি সেই তরবারি’। সৈয়দ শামসুল হকের তিনটি গল্প নিয়ে আগামী প্রকাশনী বের করেছে ‘ক্ষোভ’। গল্পগুলো নাট্যরূপ দিয়েছেন দেবাশীষ ঘোষ।
গময় প্রকাশ করেছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ‘সংকট ও সুযোগ’, সেলিনা হোসেনের ‘আপন আলোয় দেখা, মুহম্মদ জাফর ইকবালের ‘অ্যাতিনা’ এবং আনিসুল হকের ‘ও বন্ধু কাজল ভোমরা’। অনিন্দ্য এনেছে আহমদ রফিকের ‘কবিতার বিচিত্র ভাষ্য’ ও সংকলিত গ্রন্থ ‘নির্বাচিত কবিতা’, নির্মলেন্দু গুণের ‘মুজিব মঙ্গল’ প্রকাশ করেছে কবি প্রকাশনী।
প্রথমা এনেছে সিরাজুল ইসলাম চৌধুরীর ‘পিতার হুকুম’। মুহম্মদ জাফর ইকবালের ‘বড় হবে ঝিলমিল’ প্রকাশিত হয়েছে অনুপম থেকে।
এছাড়া গেলো ছয় দিনে প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে হরিশংকর জলদাসের ‘তিতাস পাড়ের উপাখ্যান’ (গ্রন্থকুটির), তারেক শামসুর রেহমানের ‘আন্তর্জাতিক রাজনীতি কোষ’ (শোভা প্রকাশ), আবুল কাসেম ফজলুল হকের ‘সাহিত্য চিন্তা’ (অ্যাডর্ন), হাসান আজিজুল হকের ‘লেখকের উপনিবেশ’ (বাংলাপ্রকাশ), সন্জীদা খাতুনের ‘স্মৃতিপটে গুণীজন’, হুমায়ূন আহমেদের ‘সেরা সাত মুক্তিযুদ্ধের উপন্যাস’ (অবসর), রাবেয়া খাতুনের ‘রূপালি পর্দায় সোনালি লেখা’ (অনন্যা), আনিসুল হকের ‘ছোট ছোট কিশোর গল্প’ (অনন্যা), পলাশ মাহবুবের ‘না ঘুমানোর দল’, পিয়াস মজিদের ‘নাচ মারবেল ও গোধূলী, ‘স্বকৃত নোমানের ‘ইবিকাসের বংশধর (পাঞ্জেরী), শাহজাহান সরদারের ‘রিপোর্টার থেকে সম্পাদক’ (উৎস প্রকাশন), মোহাম্মদ গোলাম রব্বানীর ‘বাংলাদেশ-ভারত ছিটমহল : অবরুদ্ধ ৬৮ বছর’ (প্রথমা), মাহবুব আজীজের ‘পুতুলবাজি’ (কথাপ্রকাশ), সুমন্ত আসলামের ‘চালাক গোয়েন্দা চালাক খুনী’ (সময়), মোকারম হোসেনের ‘নিসর্গ কথা’ (কথাপ্রকাশ), গোলাম মাওলা রনির ‘ইতিহাসের নির্মম প্রতিশোধ’ (অনন্যা), খালেক বিন জয়েনউদ্দিনের ‘বাঙালির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব’ ও ‘একাত্তর পঁচাত্তর এবং বাংলাদেশ’ (বর্ণায়ন), সৈয়দ মোহাম্মদ শাহেদের ‘সন্তোষ গুপ্ত’ (বাংলা একাডেমি), নাসরীন জাহানের ‘স্নায়ু দিয়ে চেনা’ (অন্যপ্রকাশ)।

বিজ্ঞাপন

হারুন হাবীবের ‘গণমাধ্যম ১৯৭১ : বিশ্ব সংবাদ মাধ্যমে মুক্তিযুদ্ধ (অন্যপ্রকাশ), হাসনাত আবদুল হাইয়ের ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি এবং অন্যান্য’ (আগামী), মোশতাক আহমেদের ‘আত্মা সমগ্র’ ও ‘অমর মানব’ (অনিন্দ্য প্রকাশ), মহাদেব সাহার ‘অনন্তের বাঁশি’, ইমদাদুল হক মিলনের ‘ভূতে নিল ইলিশ মাছ’, মুহাম্মদ ইব্রাহীমের ‘আমি কে’ (অনন্যা), হাসনাত আবদুল হাইয়ের ‘সময় অসময়’ (আদর্শ), হাসান আজিজুল হকের ‘আমার ইলিয়াস’ (ইত্যাদি গ্রন্থপ্রকাশ), নাসির আহমেদের ‘প্রতীক্ষা তোমার জন্য’ ও ‘ভালো থাকার নির্দেশ আছে’, নির্মলেন্দু গুণের ‘একটি সন্তান সম্ভবা পাখির গল্প (অবসর), পলাশ মাহবুবের ‘ম্যানেজ মকবুল’ (উৎস প্রকাশন), সব্যসাচী হাজরার ‘রঙতুলিতে ছোপছাপ’ (কথাপ্রকাশ), সৈয়দ মনজুরুল ইসলামের সম্পাদনায় ‘আনিসুজ্জামান সম্মাননা গ্রন্থ’ (চন্দ্রাবতী একাডেমি), শওকত আলীর ‘শুধু কাহিনী’ (ইন্তামিন প্রকাশনী), মামুন রশীদের ‘রূপান্তরের অর্থনীতি’ (আলোঘর), গোলাম কুদ্দুছের ‘ভাষা আন্দোলনের প্রথম শহীদ’ (য়ারোয়া বুক কর্নার)।

অসীম সাহার ‘পাঁজর ভাঙার শব্দ’ (ইন্তামিন প্রকাশন), ড. মিজানুর রহমানের ‘সমাজ রাষ্ট্র মানবাধিকার’ ও অনুপম হায়াতের ‘চলচ্চিত্রবিদ্যা’ (পলল), সেলিনা হোসেনের ‘আপন আলোয় দেখা’ (সময়), সনৎ কুমার সাহার ‘একটু আধটু পরাণ’ (কথাপ্রকাশ), দ্বিজেন শর্মার ‘জীবনস্মৃতি’ (কথাপ্রকাশ), ফারুক মঈনউদ্দীনের ‘সবার জন্য হিসাব শাস্ত্র’ (অবসর), মুহম্মদ জাফর ইকবালের ‘সাইক্লোন’ (তা¤্রলিপি), পিয়াস মজিদের ‘পড়ার টেবিল থেকে’ (ছায়াবীথি), যতীন সরকারের ‘মুক্তিযুদ্ধের চড়াই উৎরাই’, হাসান আজিজুল হকের ‘আমার ইলিয়াস’ (ইত্যাদি গ্রন্থপ্রকাশ), নুরুল আনোয়ারের ‘মেজর জেনারেল মঞ্জুর হত্যাকা- : দুর্যোধনটি কে?’ (ঐতিহ্য), বুলবুল সারওয়ারের ‘মহাভারতের পথে : এক’, গুলতেকিন খানের ‘চৌকাঠ’, আহসান হাবীবের ‘সত্যি অ্যাডভেঞ্চার’ (তাম্রলিপি)।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর