Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃত্বা রায় দীপার প্রথম কাব্যগ্রন্থ ‘নৈঃশব্দের কারুকাজ’


৮ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০৭ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:২৭

স্টাফ করেসপন্ডেন্ট :

বৃত্বা রায় দীপা। খাপড়া ওয়ার্ডের লড়াকু যোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আজীবন বিপ্লবী, কমিউনিস্ট পার্টির নেতা কমরেড প্রসাদ রায়ের কন্যা তিনি। কয়েক বছর ধরে জাতীয় গণমাধ্যমে বিভিন্ন ইস্যুতে লিখছেন প্রবন্ধ। সেসব লেখায় প্রতিফলিত হয়েছে সমাজের চালচিত্র নিয়ে তার নিজস্ব মতামত। পাশাপাশি লিখেছেন কবিতা। তবে এতোদিন সেগুলো ছাপার অক্ষরে প্রকাশ পায়নি। প্রকাশ হয়নি বই আকারেও।
এবারের বইমেলায় দীপা’র সেসব অপ্রকাশিত কবিতা একত্র করে মলাটবন্দি করা হয়েছে। ছোট-বড় ৩৮টি কবিতা দিয়ে সাজানো হয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ ‘নৈঃশব্দের কারুকাজ’। । বইটি প্রকাশ করেছে দ্যু প্রকাশন।

বিজ্ঞাপন


অমর একুশে গ্রন্থমেলার সপ্তম দিনে বুধবার প্রকাশিত তার কাব্যগ্রন্থটি। সে দিনই মেলার সোহরাওয়ার্দী উদ্যানে বইটির মোড়ক উন্মোচন করেন প্রবীণ সাংবাদিক ভাষা সৈনিক কামাল লোহানী। এ সময় গণমাধ্যম ব্যক্তিত্ব অঞ্জন রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কামাল লোহানী কবির বৃত্বা রায়ে দীপার লেখনির প্রশংসা করে বলেন ‘কবি হিসেবে তার পদচারণা শুভ ও মসৃণ হোক’।
সারাবাংলা ডট নেট এর কাছে অনুভূতি প্রকাশ করে বৃত্বা রায় দীপা বললেন, ‘নানা সময়ে নানা ইস্যুতে প্রবন্ধ লিখেছি। কবিতাও লিখতাম। একদিন ভাবলাম কবিতাগুলো এক মলাটে প্রকাশিত হলে কেমন হয়। সেই ভাবনার বাস্তবায়ন হচ্ছে ‘নৈঃশব্দের কারুকাজ’। কবিতার ছত্রে ছত্রে প্রতিফলিত হয়েছে আমার ভাল লাগা, না লাগা বিষয়গুলো। বিশেষ করে মানুষের মান-অভিমান, প্রেম-প্রকৃতি, সমাজ চেতনা আরও অনেক কিছু। আশা করি কবিতাপ্রেমীদের কাছে ভালো লাগবে।
‘নৈঃশব্দের কারুকাজ’ কাব্যগ্রন্থটি পাওয়া যাবে দ্যু প্রকাশনের স্টলে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর