Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় আশিক মুস্তাফার ছয় বই


১০ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:২৩ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:২৭

স্টাফ করেসপন্ডেন্ট :

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আশিক মুস্তাফার ছয়টি বই। এর সবই ছোটদের জন্য। আশিক মুস্তাফার বইগুলো প্রকাশ করেছে তাম্রলিপি, বাংলা প্রকাশ, গ্রন্থ কুটির ও ইকরিমিকরি প্রকাশনী। এর মধ্যে ‘হাতির শুঁড়ে বৃষ্টি নামে’, ‘খেপা গরু’ ও ‘পরীর দেওয়া জামা’ একেবারে ছোটদের জন্য। এই রঙ্গিন বই তিনটি পড়তে পারবে নতুন পড়তে শেখা ছোটরা। বই তিনটির মধ্যে ‘হাতির শুঁড়ে বৃষ্টি নামে’ বইটি প্রকাশ করেছে বাংলা প্রকাশ। এর প্রচ্ছদ ও আলংকরণ করেছেন শিল্পী রজত। এছাড়া ‘খেপা গরু’ এবং ‘পরীর দেওয়া জামা’ বই দুটি প্রকাশ করেছে গ্রন্থ কুটির প্রকাশনী। আর এদুটি বইয়েরও প্রচ্ছদ অলংকরণ করেছেন শিল্কপ্পী রজত।

বিজ্ঞাপন

ভূতখেয়ালি বইটি প্রকাশ করেছে তাম্রলিপি প্রকাশনী। ভূত বিষয়ক ছোট গল্প, গল্প আর উপন্যাস দিয়ে সাজানো এই বইটির প্রচ্ছদ আলংকরণ করেছেন ত্রিপুরার শিল্পী রজত বরণ চক্রবর্তী।

বিচ্ছু বাহিনী। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা ১১ জন শিশু-কিশোরের যুদ্ধ দিনের বাস্তব ঘটনা নিয়ে গল্প লিখেছেন আশিক। যেই ১১ জন শিশু-কিশোর পরবর্তীতে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব পেয়েছেন। বইটি প্রকাশ করেছে ইকরিমিকরি প্রকাশনী। প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান। আর বীরপ্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ছবি এঁকেছেন তাপস সরকার।

জওহর লাল নেহরু। এটি মেলায় নিয়ে এসেছে বাংলা প্রকাশ। বাংলা ভাষায় এই প্রথম ছোটদের জন্য জওহর লাল নেহরুর জীবনী অনুবাদ করেছেন আশিক। বইটিতে নেহরু তার মেয়ে ইন্দিরাকে লেখা পাঁচটি চিঠিও সংযুক্ত করা হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর