মেলায় সালাম ফারুকের দ্বিতীয় ছড়াগ্রন্থ
১০ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১৯ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:২৭
স্টাফ করেসপন্ডেন্ট :
অমর একুশে বইমেলায় এসেছে ছড়াকার ও সাংবাদিক সালাম ফারুকের দ্বিতীয় ছড়াগ্রন্থ ‘ইঁদুরের সুড়সুড়ি’। সমাজের নানা অনিয়ম, দুর্নীতি, অবিচার ও অনাচারের বিরুদ্ধে প্রতিবাদি ছড়ায় সাজানো হয়েছে বইটি।
মূলত, ২০১৭ সালের গণমাধ্যমে উঠে আসা ঘুষ-দুর্নীতি-অনিয়মের ঘটনা আর এসব কর্মকা-ের খলনায়কদের তুলে ধরা হয়েছে বেশিরভাগ ছড়ায়। রাজধানী তথা সমাজের নানা জনদুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাম্প্রতিক বন্যা, মিয়ানমারের রাখাইন রাজ্যের ঘটনাবলি এবং বিভিন্ন ইস্যুতে সরকারের কর্তাব্যক্তিদের বেফাঁস মন্তব্য নিয়ে লেখা ছড়াও রয়েছে বেশ কয়েকটি। রয়েছে সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনাবলি নিয়েও কিছু ছড়া।
উৎস প্রকাশন থেকে প্রকাশিত বইটির মূল্য রাখা হয়েছে ৯০ টাকা। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। পাওয়া যাচ্ছে মেলার ৯ নম্বর প্যাভিলিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র স্টলে।
সারাবাংলা/পিএম