Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় পলাশ মাহবুবের ৭ বই


১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:২১ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:২৫

স্টাফ করেসপন্ডেন্ট :

এবারের বইমেলায় কথাসাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুবের ৭টি নতুন বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে এসেছে ৪টি বই ।

পলাশ মাহবুবের জনপ্রিয় কিশোর অ্যাডভেঞ্চার সিরিজ লজিক লাবু’র দ্বিতীয় বই ‘সিন্দুকের সন্ধানে’ প্রকাশ করেছে পাঞ্জেরী। এছাড়া পাঞ্জেরী থেকে এসেছে শিশু-কিশোরদের চাররঙা গল্পের বই ‘ইচ্ছেবুড়ি ও মায়ের পোষা ভূত’। বইটিতে তিনটি আলাদা আলাদ গল্প আছে। তিনটি গল্পেরই মূল চরিত্র ইচ্ছেবুড়ি। পলাশ মাহবুব জানান ইচ্ছেবুড়ি নতুন একটি চরিত্র। যা পরবর্তীতে সিরিজ আকারে প্রকাশিত হবে।

ছোটদের আরেকটি গল্পের বই প্রকাশ করেছে পাঞ্জেরী। বইটির নাম ‘নীলুর আকাশ’। এছাড়া পলাশ মাহবুবের চাররঙা ছড়ার বই ‘না ঘুমানোর দল’ও প্রকাশিত হয়েছে পাঞ্জেরী থেকে। বইগুলোর প্রচ্ছদ করেছেন গৌতম ঘোষ আর অলংকরণ করেছেন হীরন্ময় চন্দ।

এই চারটি বইয়ের বাইরে কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে আরও দুটি বই। একটি হচ্ছে কিশোর অ্যাডভেঞ্চার উপন্যাস ‘জঙ্গলে জলছাপ’ এবং অন্যটি বড়দের গল্পের বই ‘একজন অদ্ভুত মানুষ’। বই দুটির প্রচ্ছদ করেছেন সোহেল আনাম।
এর বাইরে উৎস প্রকাশন থেকে এসেছে পলাশ মাহবুবের রম্যবই ‘ম্যানেজ মকবুল’। বইটির প্রচ্ছদ করেছেন আবু হাসান।

নতুন ৭ বইয়ের পাশাপাশি পলাশ মাহবুবের পুরনো বইও পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর