Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শফিক রিয়ানের নতুন বই ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’

সারাবাংলা ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৪

অমর একুশে বইমলো ২০২৩-এ পাওয়া যাচ্ছে জনপ্রয়ি কবি ও কথাসাহিত্যিক শফিক রিয়ানের নতুন বই ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’। এটি তার চর্তুথ বই ও দ্বিতীয় কাব্যগ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। বইটি প্রকাশ করেছে পথিকৃৎ প্রকাশন।

বইমলো পরিবেশক চর্যা প্রকাশ। প্রেম, ভালোবাসা, দ্রোহ, প্রকৃতি-পরিবেশসহ বেশ কিছু বিষয় নিয়ে লেখা কবিতা দিয়ে ৬৪ পৃষ্ঠার বইটি সাজানো হয়ছে। এর আগে এই লেখকের ‘আজ রাতে চাঁদ উঠবে না’, ‘বিধ্বস্ত নক্ষত্র’, ‘মেঘ বিষাদের দিন’ নামে তিনটি বই প্রকাশ হয়েছে।

নতুন বই প্রকাশের বিষয়ে তিনি বলনে, “মনের ক্ষুধা মেটাতেই মূলত লেখালেখি করি। তারই ধারাবাহিকতায় পথিকৃৎৎ প্রকাশন থকেে আসছে ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’।”

বিজ্ঞাপন

মেলায় পথিকৃৎ প্রকাশনের ৫৯১ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর