Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুস্তাফিজুর রহমান নাহিদের দুটি কবিতা

মুস্তাফিজুর রহমান নাহিদ
৬ নভেম্বর ২০২৫ ১৬:৩২

আমার নিজস্ব কোনো গল্প নেই

আমার নিজস্ব কোনো গল্প নেই,
গল্প আছে আমার বন্ধুদের
সোনালি বিকেলের, ভেজা শ্রাবণের,
কাঠফাটা রোদের, বসন্তের
শীতের পিঠে ধুলো মেখে হেঁটে চলার গল্প,
আলোর মতো হেসে ফেলার গল্প।
আমার ভাই-বোন, স্বজন
ওদেরও পালকছাওয়া স্বপ্নভরা কাহিনি,
কে কোথা থেকে এলো, কবে হারাল,
কে কাকে পেলে, বা পেল না…
এ যেনো গল্পের সমাহার।
আমার বন্ধু মাহতাব, তার অনেক গল্প আছে
আলো-আঁধার মিশে আছে সেখানে,
মায়ের হাসি, নদীর কান্না,
একদিন হঠাৎ নৌকাডুবি…
মাহতাবের হারিয়ে যাওয়া কত গল্প।
কিন্তু আমার কোনো গল্প নেই
আমি বসে থাকি বারান্দার ধারে,
এখানে কোনো পাখি আসে না, আসে না বাতাস,
আমি নেই কার পাশে, কোন আলোচনায়।
এখন আমার কাব্য লেখা হয় না
শুধু খাতায় ঢেউ খেলে যায় নিঃশব্দ,
ভাবি যদি থাকত একটুখানি গল্প,
একটুখানি সুখ, বা একটুখানি কষ্ট।

বিজ্ঞাপন

মায়াজাল

নীরব স্রোতের মতো বয়ে যায় জীবন,
ধসে পড়ে ধূসর রাঙা স্বপ্ন।
পাতা-ঝরা বিকেলের মতো সোনালি রোদ্দুর
হারায় সবুজ বনে।
এ যেন বহমান জীবনের হিসাব-নিকাশ।
একদা স্বপ্নগুলো বেঁধেছিলাম সংসারের কোলাজে
হাসি, কান্না, দায়িত্বের সোনালি শিকলে
হঠাৎ নিজেকে হারালাম, অন্যদের পূর্ণতায়।
একদা আলো এসেছিল জীবনে,
একটি নাম, একটি মুখ
যার চোখে ছিল অনন্তের আহ্বান,
কিন্তু আমি ফিরেছিলাম ঘরে,
ঘরটাই ছিল আমার প্রতিশ্রুতি।
আজ এই প্রৌঢ় বিকেলে,
দেয়ালের ফাঁকে বাতাসের শিস শুনি
তুমি নেই, তারা নেই, আমি আছি শুধু,
মায়ার জালে বন্দি একাকী পাখি হয়ে।
ভেবেছিলাম সুখ মানেই সবার জন্য বাঁচা,
কিন্তু সুখও কী ভাগ হয়?
নাকি ছলনার মতো ভেসে যায়,
যেমন চলে গেলে তুমি
আর আমি রয়ে গেলাম শূন্যতার শেকড়ে বাঁধা।
মায়াজাল…
একটি শব্দ, একটি জীবন
যেখানে প্রেম, দায়িত্ব আর একাকিত্বের
নিঃশব্দ যুদ্ধ এখনো জারি আছে।

সারাবাংলা/জিএস/এএসজি
বিজ্ঞাপন

সৌন্দর্যের আল্পনায় মেহেদি
৬ নভেম্বর ২০২৫ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর