Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিয় মা


৮ অক্টোবর ২০১৯ ১৫:৪৫ | আপডেট: ৯ অক্টোবর ২০১৯ ১২:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা আমার প্রিয় মা,
এবার জলদি ফিরে এলাম,
এসে অবধি তোমাকে লেখা হয়নি,
ভীষণ ব্যস্ত থাকতে হয়,
ক্লাসের চাপ থাকে,
পরীক্ষার প্রস্তুতি,
তার ওপরে টিউশনি,
দু’দণ্ড শান্তিমতো তোমাকে লিখবো
তার ফুরসৎ মেলে না,
লক্ষ্মী মা রাগ কোরো না,
ক’দিন পরই তো ক্লাস ছুটি হবে,
আমি আসব তোমার কাছে,
বেশি দিন থাকা হবে না,
তোমার রান্না না খেলে তৃপ্তি হয় না,
এবার আশ মিটিয়ে খাবো,
পুই শাক রাঁধবে
ডালের চচ্চড়ি আর এঁচোড়,
আহ কী যে স্বাদ!
যে ক’দিন বাড়িতে থাকব
শুধু তোমার সঙ্গে কথা হবে,
ছেলেবেলায় অসীম ভালোবাসায়
যে গল্প তুমি শোনাতে
আজও তা আমার মন ভোলায়,
সালাম নিও দেখা হবে শিগগির।
পুনশ্চঃ
মা গতকাল তোমাকে লিখেছিলাম
আমি ক’দিন পর আসব,
কিন্তু জরুরি প্রয়োজনে
আজই আসতে হচ্ছে,
এবং দীর্ঘ সময়ের জন্য,
আমাকে নিয়ে ভেবো না,
থাকার জন্য ঘরের বাইরে
সাড়ে তিন হাত খোলা জায়গা
হলেই আমার চলবে,
খোলা হাওয়া বইবে,
ওপরে খোলা নীল আকাশ
আমার খেয়াল রাখবে,
তুমি দুশ্চিন্তা কোরো না
মা আমার লক্ষ্মী মা।

বিজ্ঞাপন

আহাদুজ্জামান মোহাম্মদ আলী কবিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর