Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুজহাত পূর্ণতা’র একক আলোকচিত্র প্রদর্শনী [ফটো স্টোরি]


১৮ জানুয়ারি ২০২০ ১৮:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার (১৮ জানুয়ারি) শিল্পকলা একাডেমির গ্যালারি-৬ এ আজ শেষ হলো যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস’র মেধাবী শিক্ষার্থী নবীন আলোকচিত্রী নুজহাত পূর্ণতার একক আলোকচিত্র প্রদর্শনী। ‘ইন বিটুয়েন বর্ডারস অ্যান্ড আদার পলিটিক্যাল কনস্ট্রক্টস’ শীর্ষক প্রদর্শনীতে পূর্ণতার তোলা প্রায় ৫০টির মতো ছবি স্থান পেয়েছে।

দেশের বিশিষ্ট সাংবাদিক দম্পতি নঈম নিজাম ও ফরিদা ইয়াসমিন’র কন্যা নুজহাত পূর্নতা নবীন আলোকচিত্রী হলেও অসাধারন কিছু ছবি ছিল তার এই প্রথম আলোকচিত্র প্রদর্শনীতে। যা তিনি তুলেছেন দেশ বিদেশে ঘুরতে ঘুরতেই।

নঈম নিজাম নুজহাত পূর্ণতা ফরিদা ইয়াসমিন শিল্পকলা একাডেমির গ্যালারি