Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাশ্বতী মাথিন-এর কবিতা


২ মে ২০২২ ১৪:৩৪ | আপডেট: ২ মে ২০২২ ১৮:৫৪

উত্তাপ ছড়াই

এসো কষ্ট গিলি
কষ্ট গিলে আগুন হয়ে যাই
এতটাই উত্তাপ ছড়াই
যেন আশেপাশে সব ঝলসে যায়।

আজ ঘুমাও তুমি

অনেকদিন ধরে ঘুমাওনি তুমি
দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর
অনেক বছর ধরে ঘুমাওনি তুমি
বিচ্ছেদ, আর একাকিত্বের যন্ত্রণা কুঁড়ে খেয়েছে তোমাকে
কারও স্পর্শ পেতে কতটা রাত ছটফট করেছো
২১ হাজার টাকায় কেনা খাটটায়।
কতটা রাত ঘুমাওনি তুমি
কারও স্পর্শ পাওনি কতদিন।

নিঃসঙ্গতার থাবা ছিঁড়ে ফেলেছে তোমাকে,
লড়াই করতে করতে শিখে গেছো
বিচ্ছেদের মতো নিঃসঙ্গতা বলেও কিছু নেই
একাকিত্ব মানেই অপূর্ণতা নয়,
তুমি নিজেই তোমাতে পূর্ণ
তখন একটু ঘুমাও তুমি
আজ একটু ঘুমাও তুমি।

সারাবাংলা/এসবিডিই/এএসজি

আজ ঘুমাও তুমি ইদ ২০২২ ইদ আয়োজন ২০২২ ইদ সংখ্যা ২০২২ ইদুল ফিতর ২০২২ উত্তাপ ছড়াই শাশ্বতী মাথিন শাশ্বতী মাথিন-এর দু’টি কবিতা সারাবাংলা ইদ আয়োজন ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর