অথর্ব চাঁদ
২০ এপ্রিল ২০২৩ ২২:৩৪
অর্থব চাঁদের পেটে লাথি মেরে বিভীষণ
অকস্মাৎ নিকুম্ভিলা যজ্ঞাগারে ঢুকে গিয়ে
ইতিহাস বদলে দেয় নিজের মতন।
মেঘনাদ প্রার্থনায় বর মাগে;
ইন্দ্রের সভায় গিয়ে করজোড়ে
পেতে চায় অমর জীবন।
এরই মাঝে অন্ধকার হামাগুঁড়ি দিয়ে ঢোকে;
মেঘনাদ মেঘের আড়াল থেকে নিপুণ শিল্পীর মতো
অব্যর্থ বাণ ছুড়ে লক্ষ্যভেদ করে।
বোকা চাঁদ স্নিগ্ধ আলোর স্রোতে
কচুরিপানার মতো ভেসে গেলে
সমুদ্রমন্থন করে বিশ্বাসঘাতক।
এইভাবে চোরাস্রোতে ডুবে যায় প্রকৃত জীবন।
সন্দেহাতীত জলে ভেসে যায়
পরান্মুখ প্রেমিকার নাকের বেশর।
তারপর ধীরে ধীরে সবকিছু ডুবে যায় অতল সাগরে।
সোনালি নদীর তীরে সূর্যোদয়ের পর
সুন্দরী প্রেমিকার ভুরুর মতন যেই চাঁদ দেখা দেয়
তাকে নিয়ে আলোর সন্ধানে যেতে
ম-বর্ণের জীবনে কোনো কলঙ্কের কালিমা লাগে না।
সারাবাংলা/এসবিডিই