Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্চ ফর লাভ মাই ডিয়ার


২০ এপ্রিল ২০২৩ ১৮:৫৫

মুহুর্তে বিদ্যুৎ ঘটে, স্নায়ু হয় দিকবতী- স্ফুট স্বরা
ঘরের মধ্যেটিতে পাহাড় থেকে নেমে আসো
আত্মার নিরক্ষরেখা বরাবর হেঁটে চোখে চোখে বলো চলো ‘উড়ান’

এঁটেল স্বভাব থেকে মাঠের পাকা হলুদে শস্যবতী শরীর গড়ান
যেন চৈত্রের ফাটা মাটির উপর বৃষ্টির শিহরণ
যেন গ্রীবার গিরিখাত থেকে বুকের সৌষ্ঠবে নামা ঝর্ণায় সন্তরণ
যেন বসন্তে জলের শীতল হিল্লোল
জলছুই জলছুই দুই জলফড়িঙ

পাহাড় থেকে পা- অতুল আলতাপাটি
জলের ভিতর ডানা মিঠালী মিঠালী
পা ছুঁয়ে হাত- সব অবাধ, হ্লাদ-আহ্লাদ
ঐ পা তুলে গল্পবুড়ি- ফ্রেমের পর ফ্রেম টানা টানটান
ক্লিভেজে নীল টিপ নিয়ে সমুদ্রঘন সটান

বুকের কাঁথায় মেলে দিলে তোমার নীল
পথের অন্তর্গত অনর্গল উচ্চারণ করা বিষকন্ঠা চিবুকের ডৌল
মুখোমুখি আত্মার নগ্নস্নানের পর মুখের আগুনে
আমরা অস্বীকার করতে থাকি আমাদের মায়ানগর
অন্তরতম আকাশনীলা- স্পর্শওম নৃত্যপর কি নিখুঁত তিরতির তোমার প্রাণময় তীর!

সারাবাংলা/এসবিডিই

আলী আফজাল খান ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা মার্চ ফর লাভ মাই ডিয়ার সাহিত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর