সময়চিহ্নখচিত আনন্দ
২০ এপ্রিল ২০২৩ ১৯:২২
অপার আনন্দে যদি দূরদিগন্তে তাকাও
বিকেলের মেঘ থেকে খসে পড়ে জল;
পাখির শরীর নিয়ে ইচ্ছেমতো ভেজা; বলা যায়
কাকভেজা অনায়াসে; ও আমার পদ্মদিঘি,
কোন সে শরতে পুষ্পগন্ধময় তোমার হৃদয়?
যেখানে খেলার মতো মাঠ আছে, আছে নদীর
জলের মতো কলধ্বনি… সমুদ্রাভিসারী! নিমগ্ন
ধ্যানের কথা ছড়িয়ে পড়লো যদি বিস্তীর্ণ সৈকতে
শঙ্খ তবে ভেজে ওঠে প্রেমের সংকেতে! যে
নাবিক পথের সন্ধানে খোঁজে বাতিঘর; সে
ঠিকই খুঁজে পায় ছায়াবীথি অনন্ত আশ্রয়;
আমিও ধরেছি টেনে সময়ের রশি, যদি তার
দেখা পাই, মুছে দিই নম্র হাতে চিবুকের ঘাম
অপার আনন্দে আছি, ঠিক ভালোবাসা তার নাম!
সারাবাংলা/এসবিডিই
ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা মতিন রায়হান মতিন রায়হানের কবিতা 'সময়চিহ্নখচিত আনন্দ' সময়চিহ্নখচিত আনন্দ সাহিত্য