Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রার্থনার মতো তোমার নাম


২০ এপ্রিল ২০২৩ ২১:০২

তুমি যেনো মেঘের মতো
ছুঁয়ে দিয়ে উড়ে উড়ে যাও,
আমি তোমার নাম ধরে প্রার্থনার মতো ডাকি।
হঠাৎ পথের কোনো এক বাঁকে-
বাতাবি লেবু কিংবা কামিনী ফুলের ঘ্রাণ,
চোখ মেলে যতোই খুঁজি, মেলে না গাছের সন্ধান।

কার্তিকের পাকাধানের ক্ষেতের ওপর,
ঢেউ খেলে যায় যে বাতাস…
তাতে বুঝি মিশেছে তোমারই প্রশ্বাস!
ধানের শীষ ছুঁয়ে,
আমি সে বাতাস তালুবন্দি করি।

তোমার যে চোখ খুঁজে ফেরে শিউলিসকাল,
তীর্যক আলোয় লাস্যহীন শিউলির বুকে
আমি নির্বাক চেয়ে চেয়ে,
খুঁজি তোমারই চোখের মায়া।

তুমি যেনো প্রাচীন দেয়াল
কোথাও কালশিটে দাগ,
কোথাও খসে পড়েছে পলেস্তারা,
কোথাও বা ঘন-সবুজ শ্যাওলা গালিচা।
সেখানে ঠিকরে পড়া রোদের মতো
আমি তোমার ছায়া ঘেঁষে দাঁড়াই।

আর তোমার নাম ধরে প্রার্থনার মতো ডাকি।

সারাবাংলা/এসবিডিই

ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা তনুশ্রী রায় তনুশ্রী রায়ের কবিতা 'প্রার্থনার মতো তোমার নাম' প্রার্থনার মতো তোমার নাম সাহিত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর