Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকল


২০ এপ্রিল ২০২৩ ২১:৪৬

কতো কিছু ওলটপালট হয় সরোদের তারের মতো
নিদারুন বেজে চলা সুরে বেসুরে জীবন বাস্তবতায়।
টালির চালে বৃষ্টির শব্দ মধুর নৈশয়িক নিশ্চয়,
তবে সে আরাম থাকে কতক্ষন!
অ-থাকার থাকার মতো মন সাজিয়ে রাখে কাঠের তাকে
একে-একে তোমাকে, তোমাকে আর তোমাকে।
বিবেকবীণের বাঁশি তখন শরীরে আছর করে,
সাপুড়ের তাবিজে লুকানো টোটকার মতো!
গড়িয়ে যায় সকল বাস্তবতা লহমায়,
লুটিয়ে পড়ে ওই লম্বা ডান্টির কেদারার সামনে; কড়জোরে।
কম দেখবো, কম বুঝবো বলে মানতের গোঙানি ওঠে গলায়।

বিজ্ঞাপন

আদর্শ তখন পাশের বাড়ির ছাদে বসে
রোদ পোহায় নিশ্চয়, পা টাঙিয়ে ভানুতে!
আর সব আমিরা তখন মধ্যরাতে
নিশিঘুমের ডাকে কাইত ডানে-বামে।
আত্মিক প্রেম গড়াইয়ের জলে ভাসাতে না পেরে,
পুষে রাখে অন্তর। হায়…!

কোথায় তুমি উন্মুক্ত পৃথিবী? কই?
তুমিওতো দ্বিধা হও না আর,
তবে তুমিও কি সেই গপ্পের মিষ্ট ছলনাদের দলে?
শুধুই অপভ্রংশনাশের সেই ঠাকুরমার ঝুলি?

সারাবাংলা/এসবিডিই

ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা বিকল শিপ্রা দেবনাথ শিপ্রা দেবনাথের কবিতা 'বিকল' সাহিত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর