যে আমারে চাহিয়াছে
২১ এপ্রিল ২০২৩ ১৬:১৬
যে আমারে চাহিয়াছে ভুলে
আমি খুঁজিয়াছি তাহারে চন্ডীদাসে আলাওলে
ওই মধ্যযুগের অন্ধকারের নিশিকালো আঁধারে,
কখনও পুঁথিতে আর কখনও মুখের শ্লোকে।
আমি খুঁজিয়াছি তাহারে।
যে আমারে চাহিয়াছে ভুলে
আমি খুঁজিয়াছি তাহারে ইখতিয়ারে লক্ষ্মণে
ওই নদীয়ার দুর্গম সব নির্জন নিস্তব্ধ জঙ্গলে,
কখনও ঘোড়ার খুরে আর কখনও পশ্চাৎ নৌকোতে।
আমি খুঁজিয়াছি তাহারে।
যে আমারে চাহিয়াছে ভুলে
আমি খুঁজিয়াছি তাহারে চর্যাপদে গীতিকাতে
ওই দুর্বোধ্য সব অজানা বঙ্গীয় শব্দ ভান্ডারে,
কখনও পাল রাজ্যে আর কখনও ময়মনসিংহে।
আমি খুঁজিয়াছি তাহারে।
যে আমারে চাহিয়াছে ভুলে
আমি খুঁজিয়াছি তাহারে তক্ষ্ণশীলা নালন্দাতে
ওই রাজকুমার সিদ্ধার্থ গৌতমের গভীর ধ্যানে,
কখনও পাহাড় গুহায় আর কখনও ভয়ার্ত বনে।
আমি খুঁজিয়াছি তাহারে।
যে আমারে চাহিয়াছে ভুলে
আমি খুঁজিয়াছি তাহারে রবীন্দ্রনাথ নজরুলে
ওই আকাশ বাতাস উত্তাল করা শক্তিধরের লিখনীতে,
কখনও গীতাঞ্জলিতে আর কখনও অগ্নিবীণাতে।
আমি খুঁজিয়াছি তাহারে।
যে আমারে চাহিয়াছে ভুলে
আমি খুঁজিয়াছি তাহারে মধুসূদন দত্ত জসীম উদদীনে
ওই অহঙ্কারের দেওয়াল চূর্ণবিচূর্ণ হয়েছিল যে মাটিতে,
কখনও মেঘনাদবধ কাব্য আর কখনও নকশী কাঁথাতে।
আমি খুঁজিয়াছি তাহারে।
সারাবাংলা/এসবিডিই
ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা জালাল আহমেদ জালাল আহমেদের কবিতা 'যে আমারে চাহিয়াছে' যে আমারে চাহিয়াছে সাহিত্য