Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুল ফুল


২১ এপ্রিল ২০২৩ ২০:৩৪

চোখে সর্ষেফুল নিয়ে চোখ মেলে দেখি
আকাঙ্ক্ষায় জেগে থাকো তুমি শুধু তুমি।
জীবন সীমানা দ্রুত পাড়ি দিতে গিয়ে
ভুল রথে চড়ে ছুটি ভুল ঠিকানায়
কেমন ভুলভুলাইয়া বিছিয়েছে পথ!
প্রতিটি পথের শেষে তুমি মরিচীকা—
যতবার ছুটে যাই—ধরা পড়ে ভুল,
দেখা মেলে গন্তব্যহীন নতুন পথ।
প্রতিবার প্রতারিত হয়ে পথ খোঁজে
ঋতুচক্র পরিক্রমে পারঙ্গম পাখি—
বৃক্ষের শাখায় নেচে-গেয়ে ভুলে থাকে
খসে পড়া পালক, পথের ক্লান্তি—শোক।
বসন্ত এসেছে ফুটিয়েছে কত ফুল
তুমি শুধু চোখে ধরে রাখো ভুল ফুল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

আতিয়া চৌধুরী আতিয়া চৌধুরীর কবিতা 'ভুল ফুল' ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা ভুল ফুল সাহিত্য

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর