Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুমিই রাজা


২১ এপ্রিল ২০২৩ ২১:৩৩

যা কিছু ঘটে
সেটাই ইতিহাস।
অভিজ্ঞতা শিক্ষার আঁতুড়ঘর।
আক্ষেপ বা অনুশোচনার কিছু নেই।
প্রত্যেকটা মানুষই এক একটা নিয়ম।
চলার পথে তুমিই রাজা,
কাঁটা থাকলে থাকতে পারে।
হোঁচট খেলে, থামকে গেলে চলবে কেন?
আকাশ ভরা কালোমেঘ
যদি প্রবল বেগে তোমার চোখে
বৃষ্টি নামায়-
তখন তুমি হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁবে।
জানার অভাবে
জীবন কেন পিছিয়ে রবে।
জীবনে ঘুরে ফিরে
রাত্রি শেষে ভোর হবে।
সূর্য উঠবে পূব আকাশে।
কেবলই জীবনে আশা-নিরাশার কথা ভেবে
ভূগবে কেন মুদ্রাদোষে।
বালক থেকে যুবক হবে-
যুবক থেকে প্রবীণ হবে,
প্রবীণ থেকে বৃদ্ধ হবে,
সব জীবনেই হাসি-কান্না ছুঁয়ে রবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই

ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা তুমিই রাজা ফারাদীবা ইয়াসমীন গ্লোরী ফারাদীবা ইয়াসমীন গ্লোরীর কবিতা 'তুমিই রাজা' সাহিত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর