Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদরাতে


২২ এপ্রিল ২০২৩ ১৬:৫৫

বুকের ভেতরে নদী কি দুলছে
যাচ্ছে কি বয়ে ঢেউ তাতে?
মনের ইজেলে আবেগের ছোপ
এঁকে কি দিয়েছে কেউ রাতে?
চোখে কি অপার বিস্ময় কোনো
জাগিয়ে দিয়েছে নিবিড় বন?
নিঝুম দুপুরে সবুজ ঘুঘুর
ডাকে কি উদাস হয়েছে মন?
যদি না এমন না হয় কখনও
যদি কল্পনা না করে ভর;
ভুলেও একটি কবিতা লেখার
চিন্তা করাই অবান্তর।

তুমি তো জানো না মিঞ্জিরি ঝোপে
কখন সারস ডানা নাচায়,
জানো না নিশীথে খজ্যোতি কখন
প্রদীপ নিভিয়ে নিদ্রা যায়।
জানো না হয়তো নিশিঝিল্লীরা
কেন ডেকে যায় থেমে থেমে,
জানো কি কখন ভাটির দেশের
নদীরা সাগরে যায় নেমে?
জানো কি মৃগরা বিপরীতে ছোটে
দেখলে বাঘের পদরেখা,
প্রকৃতির এই রূপকথাগুলো
না জেনে কবিতা হয় লেখা?

বিজ্ঞাপন

হাতের তালুতে বুনোতুলসীর
পাতা ঘষেঘষে শুঙেছ কী?
দেখোনি হয়তো ভরাবর্ষাতে
ঝরাপাতাদের ঝকমকি।
জাঠুয়া বকের পালক কুড়িয়ে
রেখেছ কখনও কানে গুঁজে?
মাঝরাতে চোখ পড়েছ কখনও
আকাশের সাদা গম্বুজে?

চাঁদরাতে নীল কাকাতুয়াদের
শিস কি শুনেছ কান পেতে
ঈদের বারতা পেয়েই ওদেরও
ওঠে আনন্দে প্রাণ মেতে।
মনের ভেতরে চোখ না থাকলে
এসব দৃশ্য দেখা কি যায়;
এসব কাহিনি অজানা থাকলে
ঈদের কবিতা লেখা কি যায়?

সারাবাংলা/এসবিডিই

ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কিশোর কবিতা চাঁদরাতে ফারুক নওয়াজ ফারুক নওয়াজের কিশোর কবিতা 'চাঁদরাতে' সাহিত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর