Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চান রাত


২১ এপ্রিল ২০২৩ ২০:৩৭

চান রাতে কি ঘুম থাকে বল? ধূম থাকে ভাই ধূম
নাচছে পাড়া, গাচ্ছে পাড়া ঝুম বরাবর ঝুম।
ছেলেরা সব সেলুনে যায় কাটায় ট্রেন্ডি চুল
মেয়েরা সব দল বেঁধে দেয় মেন্দি হুলুস্থুল।

মা চাচিরা রান্না ঘরে রান্না-বাটার কাজ
দাদা-দাদি পাকা চুলেও নিচ্ছে কাঁচা সাজ।
জর্দা ফিন্নি দিয়ে রাতেই ঈদের মিষ্টি মুখ
চান রাতই দেয় ঈদের সুবাস আগাম খুশির সুখ।

বাপ-চাচারা কিনছে আতর, তসবি টুপি সব
ছাদে লাইট ডেকের ফাইট ফুর্তি কলরব।
ভাইয়া-ভাবি করছে বিলি ঈদের নতুন ড্রেস
গিফট পেয়ে তো হাসিমুখে সক্কলে ইমপ্রেস।

দুলাভাই আর আপুরও তো হাত খোলা নয় কম
ঈদের শান্তাক্লজ তো তারাও এইটাতে নেই ভ্রম।
রিকশা অটো সন্ধ্যা থেকেই লাস্ট ট্রিপে দেয় খ্যাপ
ফুটের হকার বেচছে দেদার বিক্রিতে নাই গ্যাপ।

ট্রিপে ট্রিপে মিলছে তো টিপস সবারই দিল খোশ
চান রাতে আজ কারও প্রতি নাই তো কারও রোষ।
পোলাপানে এক দুই আর বলছে সাড়ে তিন
রাত পোহাইলে মস্ত খুশি, কালকে ঈদের দিন।

সারাবাংলা/এসবিডিই

ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ চান রাত ছড়া জগলুল হায়দার জগলুল হায়দারের ছড়া 'চান রাত' সাহিত্য

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর