Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কে এনেছে ঈদ সিজনে মেহেদি গ্যাঞ্জাম?


২২ এপ্রিল ২০২৩ ১৮:২৪

ঈদটা এলে মেহেদিতে রাঙাও দুটি হাত
এমন নিয়ম কেমন করে এলো অকস্মাৎ?

মেহেদিতে রাঙাব হাত- গিন্নি করেন জিদ
ভাবটা এমন মেহেদিতেই লুক্কায়িত ঈদ!
পাশের বাসার ভাবী এসে বলেন, ‘বাড়াও হাত
মেহেদিতে নকশা আঁকি! থাকুক সারারাত।
সকালবেলা দেখবে দুটি হাত টুকটুক লাল।’
ভোর না হতেই টের পেয়েছি ভাবীর পাতা জাল!

গিন্নি দেখেন কোথায় কী লাল! ঝাপসা চিকন দাগ!
দেখার পরে রক্ত মাথায়, হায় রে সে-কি রাগ!
‘ভাবীর কথাই সত্যি হলো, যা বলেছেন কাল
স্বামীর ভালোবাসা পেলেই মেহেদি হয় লাল!
হায়রে আমার পোড়া কপাল! কার লাগি দেই প্রাণ?
আমার প্রতি স্বামীর তো নাই ভালোবাসার টান!
আমার প্রতি ভাব দেখি না, কোথায় তোমার ভাব?
কোথায় তোমার পরকীয়া? কোথায় গোপন লাভ?
অফিস থেকে বাসায় ফেরায় বিলম্ব হয় প্রায়
এখন বুঝি মিনসে আমার অন্য কোথাও যায়!
বছর ঘোরে পাই না শাড়ি, পাই না নতুন ড্রেস
টাকা ঢালো অন্যকোথাও, এই তাহলে কেস!

ও মেহেদি! চোখ খুলেছিস, রং না হয়ে লাল
ঘরকন্যার নামে আমি টানব না জঞ্জাল!

আমি বলি, ‘মেহেদিটাই খারাপ, কর খোঁজ! ’
হাতে ধরি, পায়ে ধরি তাও মানে না বোঝ।
পরকীয়ার লাইনে পেলে নাকে দেব খত…
দন্ড দিয়ে আপাতত বাঁচল ভবিষ্যত।

তিনটা শাড়ি, দুইটা জামা, শ্যাডো, লিপস্টিক
দেওয়ার পরে গিন্নি করেন মেজাজখানা ঠিক।

‘ঈদটা এলে মেহেদিতে রাঙাও দুটি হাত!’
বলতে এলে এক ঘুষিতে ফেলব সকল দাঁত।
ঘুষির চোটে দাঁত হারাবে, ভুলবে বাপের নাম
কে এনেছে ঈদ সিজনে মেহেদি গ্যাঞ্জাম?

সারাবাংলা/এসবিডিই

ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কে এনেছে ঈদ সিজনে মেহেদি গ্যাঞ্জাম? ছড়া রোমেন রায়হান রোমেন রায়হানের ছড়া 'কে এনেছে ঈদ সিজনে মেহেদি গ্যাঞ্জাম?' সাহিত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর