আকাশের আঙিনায়
২৫ এপ্রিল ২০২৩ ১৮:২৫
চন্দ্রভুক রাতের মতো স্মৃতিময় দিনগুলো
বড় বেদনার্ত করে তোলে!
সোনার তোরঙ্গে রাখা পাখি ডানা ঝাপটে
সাদা মেঘের নীল ভেলায় এসে বসে।
অভিমানী মেঘগুলো ভেসে ভেসে
চলে যায় কোন্ সুদুর পরাভবে?
যেন সম্মোহনী সুরে ওরা ডেকে যায়।
বাতাসে ছড়িয়ে থাকে আমন্ত্রণের ছোঁয়া-
অথচ ঠিকানা রাখে না তার কোনো।
উদ্ভ্রান্ত মেঘে মেঘে ভরে যায় আকাশের আঙিনা।
সারাবাংলা/এসবিডিই
অঞ্জনা সাহা অঞ্জনা সাহার কবিতা 'আকাশের আঙিনায়' আকাশের আঙিনায় ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা সাহিত্য