চরম সত্যের কথা
২৬ এপ্রিল ২০২৩ ১৪:৫৭
একটা চরম সম্মোহনের মধ্য দিয়ে তুমি ছুটছো,
এমন মায়াবী সৌন্দর্যের পিপাসায় কামার্ত তোমার তৃষ্ণা
অদৃশ্য আগুন দাউদাউ করে জ্বলছে
যে সৌন্দর্য প্রকৃতপক্ষে একটা ক্ষণস্থায়ী গোলাপের।
গোলাপ কিংবা আরও মায়াবী ঘ্রাণময় কিছুর নেশায়
যেমন একটা বনভূমির ভেতর একটা প্রাণী ছটফট করে
তুমি ততোধিক নেশায় চুর হয়ে ছুঁতে চাইছো সেই আগুন
ভস্মীভূত হওয়াই যার নিয়তি। ঔষধি ফলের গাছ তুমি।
এই পৃথিবী নামের গ্রহে তোমার জন্ম একটি বিন্দু থেকে
তুমি আরও অনেক বিন্দুতে স্থাপন করতে চাও তোমার সত্তাকে।
তুমি অন্ধকার থেকে আলোতে এসেছো,
আবার এক অন্ধকারে বিলয় তোমার সব স্বপ্নের!
এই পান্থশালাকে কখনও নিজের ভাবেননি কোনো জ্ঞানী
শুধু নাদানেরাই নেশাগ্রস্ত হয়ে পতঙ্গের মতো ওড়ে
মায়ার বাতাসে এবং নিজেরই আগুনে নিজে পুড়ে নিঃশেষ!
আশ্চর্য মোহমুগ্ধ তুমি সর্বনাশা ক্ষণস্থায়ী সুন্দরের জন্য!
এই চরম সত্য তুমি আমজনতাকে কখনও বোলো না,
তারা মূর্খ ভাববে তোমাকেই! ওরা অনেকেই দৃষ্টিহীন চিরদিন।
সারাবাংলা/এসবিডিই
ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা চরম সত্যের কথা নাসির আহমেদ নাসির আহমেদের কবিতা 'চরম সত্যের কথা' সাহিত্য