Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রণতি


১৯ অক্টোবর ২০২৩ ১৮:৩০ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ১৯:০৭

শরত এলেই কাশবনে লাগে দোল,
পূজোর সৌরভে মৌতাতে জেগে ওঠে কুমোরটুলি, গৃহস্থের দোর।
প্রাচীন অবয়বে ফোটে প্রাণ, শিল্পীর নিপুণ শ্রমের মাধুরী, কোমল তুলির টান-
ধূপগন্ধী হাওয়া জানান দেয়, দেবীর আগমনী।
পাড়ায় পাড়ায় ছুটোছুটি, মন্ডপের বাদ্যে এক অদ্ভুত মায়া, নিয়ে যায় দূর শৈশবে, ফেলে আসা গল্পে।
হাসি-আনন্দে মুখর গ্রাম-শহরের অলিগলি।

হে দেবী,
শক্তির প্রতীক তুমি, সামলে নিচ্ছো পৃথিবীর ভার শত রূপে।
এই অস্থির সমাজে আজ জীবাণুর মতো জমছে, ক্রোধ ঘৃণার হিংস্র বসতি।
মাগো! তোমার চরণকমলে রাখি একটাই প্রণতি,
এই ধরায় ফিরে আসুক প্রশান্তি।

বিজ্ঞাপন

শারদীয় দুর্গাপূজা ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর